• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • শ্বশুরের অত্যাচারের শিকার গৃহবধূ, স্বামী-শ্বশুর গ্রেফতার

শ্বশুরের অত্যাচারের শিকার গৃহবধূ, স্বামী-শ্বশুর গ্রেফতার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

 • Share this:

  #সোনারপুর: শ্বশুরের লালসার শিকার গৃহবধূ । ঘটনার কেন্দ্রস্থল সোনারপুর ৷ ৪ বছর আগে বিয়ে হয় তঁদের । স্কুলে যাওয়ার পথে প্রেম, তারপর বিয়ে করে । মৃতার বাড়ি গঙ্গাজোয়ারা । ছেলের বাড়ি গোবিন্দপুর লাঙলবেড়িয়া।

  আরও পড়ুন : ফরাক্কায় অবৈধ আধার কার্ড চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ২

  গৃহবধূ শান্ত ও চাপা স্বভাবের ছিল। শ্বশুরের কুনজরই তাঁকে ঠেলে দিয়েছে মৃত্যুর কোলে। ফাঁকা বাড়িতে গৃহবধূকে একা পেলেই তার উপর হামলে পড়ার চেষ্টা ৷ বিষয়টি মৃতার মা ও মাসিকে জানিয়েছিল । গতকাল বাড়িতে কেউ না থাকায় আড়াই বছরের মেয়ের সামনেই শ্বশুর অত্যাচার শুরু করে দেয় চলে মারধর। ঘটনার কথা কেউ জানলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল মৃতাকে  ৷

  স্ত্রী ও ছেলেকে জানালে তারাও অত্যাচার শুরু করে ৷ মৃতার বাপের বাড়ির লোকজন গতকাল দুপুরে খবর পেয়েই অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে দেখেছেন বারান্দাতে ঢাকা দেওয়া অবস্থায়। পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এরপর পুলিশকে জানানো হয়েছে সম্পূর্ণ বিষয়টি ৷ পুলিশের সহায়তায় দেহ নিয়ে যাওয়া হয়েছিল সুভাষগ্রাম হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেছেন।

  আরও পড়ুন : এটিএম জালিয়াতি চক্রে এবার মুম্বই-যোগ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

  মৃতার পায়ে ও মুখে আঘাতের চিহ্ন। গলায় দড়ির কথা বললেও কোনও দাগ ছিলনা। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাপের বাড়ির লোকেরা ৷ সেই অভিযোগের ভিত্তিতেই মৃতার স্বামী ও শ্বশুর রাতেই গ্রেফতার করেছে পুলিশ ।

  First published: