#ডালখোলা: ডালখোলা আবগারি দপ্তর এবং ডালখোলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।মাদক পাচারের অভিযোগে স্বপন সরকার নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বপন সরকার নামে এক ব্যাক্তি একটি ছোট গাড়িতে ১৫২ কেজি গাঁজা নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিহার পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে গাড়িটি বিহার থেকে পালিয়ে পূর্নিয়া মোড়ে পৌছায়।আবগারি দফতর ডালখোলা পুলিশকে সঙ্গে নিয়ে পূর্নিয়া মোড়ে অভিযান চালায়।একটি গাড়িতে তল্লাশী চালিয়ে ১৯ প্যাকেট গাঁজা উদ্ধার হয়।যার ওজন ১৫২ কেজি।গাঁজা পাচারের অভিযোগে পুলিশ স্বপন সরকার নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে।ধৃতের বাড়ি ফালাকাটা বলে পুলিশ জানিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Smuggling