#ক্যানিং: বাবা মাকে মারধরের অভিযোগ ছেলে বউমার বিরুদ্ধে ।বয়স্ক বাবা ও মাকে বেধড়ক মারধোরের অভিযোগ উঠলো ছেলে ও বৌমার বিরুদ্ধে ।
মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা এলাকায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় সঞ্জয় হালদার ও অনুরূপা হালদার নামে ঐ বয়স্ক দম্পতি রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন।
যদিও অভিযুক্ত ছেলে দুধকুমার হালদার ও বউমা বর্ণালি হালদারের বিরুদ্ধে ক্যানিং থানায় কোনরকম লিখিত অভিযোগ দায়ের করতে চাননি এই বয়স্ক দম্পতি। সন্তান অন্যায় করলেও তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বাবা-মা ।