#কল্যাণী: ইট দিয়ে মাথা থেঁতলে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৯ লক্ষ ২৪ হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার যোগেন্দ্রনাথ কলোনীর কাছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আজিজুল ইসলাম তাঁর জামাইয়ের ব্যবসার টাকা নিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন জমা করতে। সে সময় অনুকূল মোড়ের কাছ থেকে বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁর পিছু নেয়। এরপর আজিজুলের হাতে থাকা টাকার ব্যাগ ধরে টানাটানি করতে থাকে। না দিতে চাইলে দুষ্কৃতীরা গুলি চালানোর চেষ্টা করে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের ৷ ইট দিয়ে মাথা থেতলে দেয় তারা। এরপর টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
ঘটনায় স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ব্যক্তিকে কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তদন্তে কল্যাণী থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News