#কলকাতা: ট্যাংরার ঘটনায় নয়া মোড় ৷ অপহরণ নয়, দুর্ঘটনার ফলেই মৃত্যু হয়েছে ট্যাংরা গোবিন্দ খটিক রোডের গৃহবধূর শ্বশুর গোপাল প্রামানিকের ৷ সিসিটিভি ফুটেজ দেখে এমনই তথ্য সামনে এনেছে পুলিশ ৷ গ্রেফতারও করা হয়েছে অ্যাম্বুলেন্স ড্রাইভার ও অভিযুক্ত দুই খালাসীকে ।পুলিশের দাবি, অভিযোগকারী গৃহবধূ যে, অপহরণের গল্প করেছে সেটি সত্য নয়। তবে পুলিশের কথা মানতে নারাজ এলাকার বাসিন্দারা৷ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা ৷ তাদের অভিযোগ, পুলিশ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ৷
পাশাপাশি হাতে ১০,৫০,১০০,২০০,৫০০ টাকার নোট নিয়েও বিক্ষোভ দেখান বাসিন্দারা৷ দাবি তোলেন, পুলিশকে সঠিক তদন্তের জন্য টাকা দেওয়া হবে ৷ এভাবেই টাকা হাতে নিয়ে রাস্তা? দীর্ঘক্ষন প্রতীকী প্রতিবাদ চলে৷
ট্যাংরা থানার ওসি এলে তাকে ঘিরে টাকা দিতে যায় ক্ষুদ্ধ বাসিন্দারা৷ ।অবশেষে ওসির প্রতিশ্রুতিত দেড় ঘণ্টা পর অবরোধ ওঠে ৷ বৃহস্পতিবারই পুলিশ অ্যাম্বুলেন্স ড্রাইভার ও খালাসী দুজনকে শিয়ালদহ আদালতে হাজির করে। আদালত তাদের ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সঙ্গে পুলিশ ৩৫৭,৩৪১ও ১১৪ ধারা যোগ করার জন্য, নতুন করে আদালতের কাছে আবেদন করা হয়। ঠিক কী ঘটেছিল, জানতে বৃহস্পতিবার বেলা ১:৩০ মিনিট নাগাদ ঘটনাস্থলে আসে ফরেনসিক দল । অ্যাম্বুলেন্সটিরও পরীক্ষা করা হয় । তবে ফরেনসিক বিশেষজ্ঞদের কথায় ঘটনাস্থলের কাছে একটি সিসিটিভি দেখে যে, সময়ের তালিকা তৈরি হয়েছে ৷ আরও কিছুটা তদন্ত করলে সঠিক সত্যটা বেরিয়ে আসবে। তবে পুলিশের দাবি অহেতুক নয় বলেই মনে করছেন অনেকে। ডিসি অজয় প্রসাদকে এদিনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে, তিনি মুখ খুলতে চাননি। মুখে কুলুপ এঁটেছে ট্যাংরা থানার পুলিশও ।
Shanku Santra
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, CCTV Footage, Tangra