• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • NEWLY MARRIED WOMAN MURDERS HUBBY FOR NOT BEING GOOD LOOKING

স্বামী দেখতে ভাল নন, শিলনোড়া মেরে খুন করলেন সদ্য বিবাহিতা স্ত্রী

বিয়ের এক সপ্তাহের মাথায় এমনই নৃশংস পদক্ষেপ নেয় সদ্য বিবাহিতা বধূ ৷

বিয়ের এক সপ্তাহের মাথায় এমনই নৃশংস পদক্ষেপ নেয় সদ্য বিবাহিতা বধূ ৷

 • Share this:

  #কুড্ডালোর: স্বামী তেমন হ্যান্ডসাম নন, বরং তাঁর পাশে কুৎসিতই ৷ লাগাতার এই টিটকিরি শুনতে শুনতে মাথা খারাপ হওয়ার জোগাড় ৷ শেষে বিয়ের এক সপ্তাহের মাথায় এমনই নৃশংস পদক্ষেপ নেয় সদ্য বিবাহিতা বধূ ৷

  মাত্র এক সপ্তাহ আগেই পেশায় কাঠ খোদাই শিল্পীর সঙ্গে বিয়ে হয়েছিল বছর বাইশের এই তরণীর ৷ বিয়ের দিন থেকেই বরকে দেখে তেমন পছন্দ হয়নি তাঁর ৷ তারপর প্রতিবেশী থেকে বান্ধবী সকলের মুখে একই কথা বর মোটেই তাঁর মতো সুন্দরী স্ত্রীয়ের সঙ্গে মাননসই হয়নি ৷ সবমিলিয়ে অধৈর্য ও অস্থির হয়ে ওঠেন নববধূ ৷ ধৈর্য হারিয়ে স্বামীর মাথা শিলনোড়া দিয়ে ভেঙে খুন করে ফেললেন সদ্য বিবাহিতা স্ত্রী ৷

  স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের পর গত সাতদিনে নিত্য অশান্তি লেগেছিল নবদম্পতির মধ্যে ৷ এদিন মেয়েটির চিৎকার চেঁচামেচি শুনে সবাই এসে দেখেন ছেলেটি মেঝেয় পড়ে রয়েছে আর মাথা থেঁতলে গিয়ে রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর ৷

  মেয়েটি প্রথমে সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করে অন্য কেউ তাঁর স্বামীকে মেরেছেন ৷ পরে পুলিশ এলে জেরার সত্যি প্রকাশ্যে আসে ৷

  First published: