হোম /খবর /দেশ /
দিনের বেলায় ছুরি দিয়ে কুপিয়ে খুন, CCTV থেকে মিলল পুরো খুনের ভিডিও

দিনের বেলায় ছুরি দিয়ে কুপিয়ে খুন, CCTV থেকে মিলল পুরো খুনের ভিডিও

Photo- Representative

Photo- Representative

প্রকাশ্য দিনের বেলায় ছুরি দিয়ে কুপিয়ে খুন পুরো ভিডিও সিসিটিভি ফুটেজে

  • Last Updated :
  • Share this:

#গুয়াহাটি: সিসিটিভি ফুটেজে পরিষ্কার ধরা পড়ল কীভাবে হয়ে গেল খুন৷ প্রকাশ্য দিনে দুপুরে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ৷ ঋতুপর্ণ পেগু আর হুসেন আলি টুলে বসা নিয়ে ঝগড়া শুরু করে ৷ আরমান ফার্নিচার হাউসে এই ঘটনা ঘটল ৷ আর এরই জেরে একটা ছুরি যোগাড় করে হুসেন ঋতুপর্ণাকে খুন করে ফেলল ৷

একসময় আরমান ফার্নিচার হাউসে সেলসম্যানের কাজ করতেন ঋতুপর্ণ৷ কাজ ছাড়ার পরেও মাঝে মধ্যেই গুয়াহাটির নুনমাটির সেই দোকানে ঘুরতে আসত সে ৷ এদিনও সেরকমই সে ঘুরতে গিয়েছিল আর তারপরেই হয়ে গেল ন্যক্কারজনক সেই খুনের ঘটনা ৷

ঋতুপর্ণের নিথর মৃতদেহ রাস্তার ওপর পড়েছিল ৷ সেই দেখে তাঁর শিশুকে নিয়ে তাঁর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন ৷ গুয়াহাটির ধিমাজি জেলার শিলাপাথর এলাকার বাসিন্দা ঋতুপর্ণ৷ কিন্তু চাঁদমারি এলাকায় তিনি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ৷ খুনিকে নুনমাটি পুলিশ স্টেশনের পক্ষ থেকে ধরে নিয়ে যাওয়া হয় ৷

Published by:Debalina Datta
First published:

Tags: CCTV Camera, Guwahati, Murder