#মুম্বই: ২৩ বছর বয়সী এক মডেলকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মাকে বাথরুমে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন সেই বিখ্যাত মডেল ৷ ঘটনায় মৃত তাঁর মা ৷ লক্ষ সিং নামে মডেলকে শুক্রবারই গ্রেফতার করেছে পুলিশ ৷ মৃতার নাম সুনিতা সিং বয়স ৪৫ বছর ৷
সূত্রের খবর মাকে সঙ্গে নিয়ে অভিযুক্ত ওই মডেল হবু স্ত্রীর সঙ্গে লোখান্ডেলওয়াল এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন ৷ শনিবারই তাঁকে আদালতে তোলা হয়েছিল ৷ আদালতের নির্দেশে ৮ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজত হয়েছে অভিযুক্ত মডেলের ৷
আশিওয়াড়া থানার পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে মা ও ছেলে ড্রাগে আসক্তি ছিল ৷ আজ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানা গিয়েছে ৷ অভিয়ুক্ত মডেল স্বীকার করেছে মায়ের সঙ্গে বাথরুমে ধস্তাধস্তির ফলেই পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷
ঘটনায় মৃতার মাথা বেসিনে ঠুকে গিয়েছিল পরে বাইরের থেকে বাথরুম বন্ধ করে তাঁকে তালা দিয়েছিল ৷ চলেগিয়েছিল অভিযুক্ত মডেল ৷ সকালে বাথরুমের দরজা খুলতেই মায়ের নিথর মৃতদেহ সামনে এসেছে ৷ সুনিতা, লক্ষ এবং তাঁর হবু স্ত্রী অন্য দু'জন ঘটনাস্থলে উপস্থিত ছিল বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arrested, Died, Interrogation, Mother, Mumbai Model Jostle, মায়ের সঙ্গে ধস্তাধস্তি, মুম্বই মডেল, মৃত মা