• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • সিঁড়ি থেকে সন্তানকে ছুড়ে ফেললেন মা !

সিঁড়ি থেকে সন্তানকে ছুড়ে ফেললেন মা !

 নিজের সন্তানকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধেই ৷ আড়াই বছরের ছোট্ট শিশুকে শিড়ি থেকে ছুঁড়ে ফেলে হত্যা করছিলেন মা !

নিজের সন্তানকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধেই ৷ আড়াই বছরের ছোট্ট শিশুকে শিড়ি থেকে ছুঁড়ে ফেলে হত্যা করছিলেন মা !

নিজের সন্তানকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধেই ৷ আড়াই বছরের ছোট্ট শিশুকে শিড়ি থেকে ছুঁড়ে ফেলে হত্যা করছিলেন মা !

 • Share this:

  #নয়াদিল্লি: নিজের সন্তানকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধেই ৷ আড়াই বছরের ছোট্ট শিশুকে সিঁড়ি থেকে ছুড়ে ফেলে হত্যা করছিলেন মা ! মহিলার বিরুদ্ধে এমনই অভিযোগ জানিয়েছে তার স্বামী ৷ অমানবিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব দিল্লির প্রহ্লাদপুর এলাকায় ৷

  এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ২৪ জানুয়ারি সন্ধে ৬টা নাগাদ PCR-এ ফোন করে এক ব্যক্তি জানান যে বাড়ির দোতলার শিড়ি থেকে আড়াই বছরের এক শিশুকে ছুড়ে ফেলা হয়েছে ৷

  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির অভিযোগ দায়ের করেন পুলিশ ৷ ব্যক্তি পুলিশকে জানায় যে তার কাছে পুরো ঘটনার ভিডিও রেকর্ডিংও রয়েছে ৷

  তড়িঘড়ি শিশুকে AIIMS ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ৷ তার শরীরের বিভিন্ন জায়গায় ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ আধিকারিক ৷ পুলিশ জানিয়েছে তারা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ শিশুটির মা-বাবার মধ্যে সন্তানকে নিয়ে কোনও সমস্যা চলছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷

  তবে পুরো বিষয়টিতে পুলিশও বেশ আশ্চর্য ৷ ঠিক কী কারণে মা হয়েও নিজের সন্তানের উপর এমন অত্যাচার করছিলেন ওই মহিলা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ৷ মহিলার বিরুদ্ধে সন্তানকে খুন করার চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ ৷পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

  First published: