#পুরী: ওড়িশার পুরী জেলায় মাত্র ১৫ মাসের ছেলেকে নির্মম ভাবে মারধর করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার স্বামী থানায় অভিযোগ জানিয়েছে ৷ অভিযোগ জানানোর পাশাপাশি তিনি একটি সিসিটিভি ফুটেজও দেখিয়েছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিজের সন্তানকে নির্মম ভাবে মারধর করছে ও গলা টিপে ধরছে ওই মহিলা ৷ ঘটনাটি ঘটেছে পুরী জেলার গোপ এলাকায় ৷
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় শিশুটি মারার যে ভিডিও ভাইরাল হয়েছে সেটি শিশুটির বাবা পোস্ট করেছেন ৷ অভিযোগে মহিলার স্বামী জানিয়েছেন, দিনের পর দিন এই ভাবেই সন্তানের সঙ্গে ব্যবহার করতেন তার মা ৷ এর পাশাপাশি, মহিলা তার শ্বশুর ও শাশুড়িকে শারীরিক ও মানসিক অত্যাচার করতেন বলে অভিযোগ জানিয়েছেন তার স্বামী ৷
তিনি জানান, স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য লুকিয়ে ঘরের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন তিনি ৷ স্ত্রীর আসলে চেহারাটি সবার সামনে প্রকাশ করাই ছিল তার মূল উদ্দেশ্য ৷ তবে অভিযুক্ত মহিলা সমস্ত দোষ অস্বীকার করেছে ৷
অন্যদিকে মহিলা অবশ্য তার স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন ও প্রতারণার অভিযোগ জানিয়েছে ৷ তিনি আরও জানিয়েছেন, তার স্বামী দিনের পর দিন তাকে খেতে দিত না এবং মারধর করত ৷ এর জেরে তার মানসিক সমস্যা হচ্ছিল ৷ খিদের জ্বালায় ও রাগের জেরে ছেলেকে মারধর করে ফেলে ৷ স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video