#পটনা: নজিরবিহীন অমানবিকতার শিকার এক অসহায় কিশোরী ৷ মানবতাবাদকে লজ্জায় মাথা হেঁট করে দেওয়ার মত ঘটনা সামনে এসেছে ৷ বিহারের ভোজপুরে এমনই এক অমানবিক ঘটনার শিকার হয়েছেন এক ব্যক্তি ও তাঁর মেয়ে ৷
জানা গিয়েছে ওই ব্যাক্তি টাকা ধার নিয়েছিলেন কিন্তু সময় মতে ধারশোধ করতে পারেনি ৷ ঋণদাতারা বাবার না দিতে পারা ঋণ উদ্ধার করার জন্য তাঁরই এক নাবালিকা মেয়েকে কয়েক মাসেরও বেশি সময় ধরে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন ৷
আরও পড়ুন : রাজস্থানের বিষাক্ত বায়ু দিল্লিতে প্রবেশ, বায়ু দূষণে মুখ ঢাকল রাজধানী
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে ৷ কিশোরীকে তৎক্ষণাৎ থানা? নিয়ে গিয়ে শৃঙ্খলমুক্ত করেছে ৷ অভিযুক্ত পলাতক তাদের খোঁজ চলছে ৷ পুলিশ অত্যাচারিতা কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে নির্মম ঘটনাটি ৷ সারাদিন ধরে পশুর মত খাটিয়ে সারাদিনে মাত্র একবার খেতে দেওয়া হত ৷ যাতে সে পালিয়ে না যায় তার জন্য লোহার শিকল দিয়ে বেঁধে রাখত যাতে পালিয়ে না যেতে পারে সে ৷
প্রতিদিনই নতুন নতুন পদ্ধতিতে কিশোরীকে অত্যাচার করত অত্যাচারীরা ৷ বিগত প্রায় তিন মাস ধরেই ওই কিশোরীর উপর চলছিল এমনই নারকীয় অত্যাচার ৷
আরও পড়ুন : আকবর নন মহারাণা প্রতাপই মহান, দাবি যোগী আদিত্য়নাথের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daughter, Father, Lending Money, Most inhumanitarian, Not, Repayments, Timely