হোম /খবর /দক্ষিণবঙ্গ /
হাবড়ায় মধ্যযুগীয় বর্বরতা!অসুস্থ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর চুল কাটলেন মাতব্বররা

Habra Viral Video|| হাবড়ায় মধ্যযুগীয় বর্বরতা! অসুস্থ স্বামীর মৃত্যুর শাস্তি দিতে স্ত্রীর চুল কাটলেন মাতব্বররা, ভাইরাল ভিডিও...

হাবড়ায় মধ্যযুগীয় বর্বরতা।

হাবড়ায় মধ্যযুগীয় বর্বরতা।

Moral policing in Habra: হাবড়ায় ফের মধ্যযুগীয় বর্বরতা! অসুস্থ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর চুল কেটে দিলেন পাড়ার মাতব্বররা!

  • Last Updated :
  • Share this:

#হাবড়া: মধ্যযুগীয় বর্বরতার ছবি উঠে এল হাবড়ায়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা স্বামীর মৃত্যুর পর স্ত্রীর চুল কেটে দিলেন পাড়ার মাতব্বররা। অভিযোগ, স্বামীর মৃত্যুর শাস্তি স্বরূপ মহিলার চুল কেটে নিয়ে ‘শাস্তি’ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি চাউর হতেই নড়েছড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই মহিলার চুল কেটে নেওয়ার ভিডিওটি। ঘটনায় ২ জনকে আটক করেছে হাবড়া থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মহিলার স্বামী। তিনি মারা যাওয়ায় পর স্থানীয় কয়েকজন মাতব্বর সকলের সামনে গৃহবধূকে মাথার চুল কেটে দেয়। পাশাপাশি, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তারা। সোশ্যাল মিডিয়ার ছবি দেখেই তৎপর হয় প্রশাসন। আটক করা হয়েছে স্থানীয় দু'জনকে।

এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গিয়েছে, গ্রামবাসীরা চুল কাটার সময় হই-হুল্লোড় করছে। ওই মহিলা হাতজোড় করে কাঁদতে কাঁদতে তাঁকে ছেড়ে দেওয়ার আবেদন জানাচ্ছেন। কিন্তু তাতে কারও ভ্রুক্ষেপ নেই। বরং তা নিয়ে মেতে রয়েছেন সবাই।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Habra