#দেগঙ্গা: রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা দেগঙ্গা ১ নম্বর পঞ্চায়েতের দোগাছিয়া গ্ৰামের সদস্য সোহারাব মল্লিকের বাড়িতে। অভিযোগের তীর তৃণমূলের অন্য এক গোষ্ঠীর দিকে। ঘটনায় দোষীরা গ্ৰেফতার না হলে ,দল ও সদস্য পদ থেকে পদত্যাগ করবেন আক্রান্ত সদস্য। তিনি নিজেই একথা জানান।
অভিযোগ গতকাল রাতে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলাম সোহারবের টাকি রোডের ধারে বেলিয়াঘাটায় নিজের বাড়ি এসেছিলেন। কিছু দলীয় কাজেই তিনি এইদিন বাড়ি আসেন। সেইদিনই ১০-১৫ জনের একটি দল তাকে খুনের হুমকি দিতে দিতে তাঁর বাড়ি লক্ষ্য করে ইঁট পাথর ছুঁড়তে থাকে। ক্ষতিগ্ৰস্থ হয় তাঁর বাড়ির জানালার কাঁচ, আসবাবপত্র। ভেঙে চুরমার হয়ে যায় কাঁচ। প্রাণ ভয়ে লুকিয়ে থাকে সোহারাব। দেগঙ্গা থানায় ফোন করে তিনি জানান হামলার কথা।সোহারাবের দাবি যেখানে একজন পঞ্চায়েত প্রতিনিধির নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। তার উপর হামলার প্রতিকার না হলে সে দল এবং সদস্য পদ থেকে পদত্যাগ করবে বলেও জানায় ওই সদস্য । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murder