corona virus btn
corona virus btn
Loading

ফেসবুকে সুন্দরী নিশার নামে উস্কানিমূলক পোস্ট করা ব্যক্তি আসলে এক পুরুষ! দেখুন তাকে...

ফেসবুকে সুন্দরী নিশার নামে উস্কানিমূলক পোস্ট করা ব্যক্তি আসলে এক পুরুষ! দেখুন তাকে...
Fraudulent over Facebook

শুধু চকচকে ছবি নয়, প্রচুর উস্কানিমূলক পোস্টও করতেন নিশা৷ বেশ কিছু স্পর্শকাতর বিষয় নিয়েও খুল্লমখুল্লা চলত পোস্ট লেখা৷ তাতেই চোখে পড়ে পুলিশের৷

  • Share this:

#ছত্তিশগড়: ফেসবুকে তার ১০ হাজারের ওপর ফলোয়ার৷ নিশা জিন্দালের ছবি দেখতেই প্রচুর পুরুষ উঁকি দিত তার প্রোফাইলে৷ শুধু চকচকে ছবি নয়, প্রচুর উস্কানিমূলক পোস্টও করতেন নিশা৷ বেশ কিছু স্পর্শকাতর বিষয় নিয়েও খুল্লমখুল্লা চলত পোস্ট লেখা৷ তাতেই চোখে পড়ে পুলিশের৷ সাইবার শাখা খোঁজ শুরু করে নিশার৷ শেষে তাকে গ্রফতার করতে গিয়ে হকচকিয়ে যান পুলিশ কর্তারাও৷ কারণ যিনি নিজেকে নিশা বলে পরিচয় দিয়ে ফেসবুকে এতদিন সরব ছিলেন, তিনি আসলে একজন পুরুষ৷ নাম রবি!

সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া ড্রিমগার্ল ছবিটি সকলে দেখেছেন৷ সেখানে মেয়েদের গলায় কথা বলছেন যিনি, তিনি যে আসলে পুরুষ সেটা জানা যায় ছবির ক্লাইম্যাক্সে এসে৷ আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিটি খুবই জনপ্রিয় হয়েছে৷ তবে এমন যে বাস্তবেও ঘটবে, সেটা কে জানত৷ নিশা নামে ফেসবুকে যে ব্যক্তি লিখতেন তার ছবিও সেই প্রোফাইলে আপলোড করে পুলিশ এবং সেখানে লেখা ছিল যে আমি নিশা জিন্দাল, আমি পুলিশ হেফাজতে৷ পুলিশের এই কাজের প্রশংসা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী৷

২০০৯ থেকে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র রবি৷ এখনও পড়া শেষ করতে পারেনি৷ তবে নিজের ছদ্মবেশী ফেসবুক প্রোফাইলে নিজের কর্মক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কখনও বিশ্ব বাণিজ্য সংস্থার কথা৷ ফেসবুকে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক কথা লেখার ফলে অনেকেই তার নামে অভিযোগ জানিয়েছিলেন৷ সেখান থেকেই শেষ পর্যন্ত শ্রীঘরে ঠাঁই হল এ ব্যক্তির৷

Published by: Pooja Basu
First published: April 20, 2020, 5:46 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर