#ছত্তিশগড়: ফেসবুকে তার ১০ হাজারের ওপর ফলোয়ার৷ নিশা জিন্দালের ছবি দেখতেই প্রচুর পুরুষ উঁকি দিত তার প্রোফাইলে৷ শুধু চকচকে ছবি নয়, প্রচুর উস্কানিমূলক পোস্টও করতেন নিশা৷ বেশ কিছু স্পর্শকাতর বিষয় নিয়েও খুল্লমখুল্লা চলত পোস্ট লেখা৷ তাতেই চোখে পড়ে পুলিশের৷ সাইবার শাখা খোঁজ শুরু করে নিশার৷ শেষে তাকে গ্রফতার করতে গিয়ে হকচকিয়ে যান পুলিশ কর্তারাও৷ কারণ যিনি নিজেকে নিশা বলে পরিচয় দিয়ে ফেসবুকে এতদিন সরব ছিলেন, তিনি আসলে একজন পুরুষ৷ নাম রবি!
সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া ড্রিমগার্ল ছবিটি সকলে দেখেছেন৷ সেখানে মেয়েদের গলায় কথা বলছেন যিনি, তিনি যে আসলে পুরুষ সেটা জানা যায় ছবির ক্লাইম্যাক্সে এসে৷ আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিটি খুবই জনপ্রিয় হয়েছে৷ তবে এমন যে বাস্তবেও ঘটবে, সেটা কে জানত৷ নিশা নামে ফেসবুকে যে ব্যক্তি লিখতেন তার ছবিও সেই প্রোফাইলে আপলোড করে পুলিশ এবং সেখানে লেখা ছিল যে আমি নিশা জিন্দাল, আমি পুলিশ হেফাজতে৷ পুলিশের এই কাজের প্রশংসা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী৷
No fraud will be spared. Let us reveal all those element who wish to mislead.
— Bhupesh Baghel (@bhupeshbaghel) April 19, 2020
Good job @RaipurPoliceCG https://t.co/LYqCes5Iel
২০০৯ থেকে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র রবি৷ এখনও পড়া শেষ করতে পারেনি৷ তবে নিজের ছদ্মবেশী ফেসবুক প্রোফাইলে নিজের কর্মক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কখনও বিশ্ব বাণিজ্য সংস্থার কথা৷ ফেসবুকে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক কথা লেখার ফলে অনেকেই তার নামে অভিযোগ জানিয়েছিলেন৷ সেখান থেকেই শেষ পর্যন্ত শ্রীঘরে ঠাঁই হল এ ব্যক্তির৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyber Crime, Facebook