Representational Image
#হায়দরাবাদ: খাবার ঠিক সময়ে দিতে পারেননি ৷ রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল ৷ শুধুমাত্র এই দোষেই স্বামীর হাতে খুন হতে হল স্ত্রীকে ! অভিযুক্ত স্বামী শ্রীনু পেশায় একজন ট্রাক চালক বলে জানা গিয়েছে ৷ হায়দরাবাদের মিরপেটের ঘটনা ৷
শুক্রবার ছেলেকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন স্ত্রী বি জয়াম্মা (৪০) ৷ অভিযুক্ত স্বামী শ্রীনুও গিয়েছিল অন্য একটি কাজে ৷ বিয়ে বাড়ি থেকে জয়াম্মা ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পর শ্রীনুও সেইসময়ে বাড়ি ফিরেছিল ৷ স্ত্রী-কে সে জানায় যে এখনই আবার লরি নিয়ে বেরোতে হবে ৷ তাই খেতে দাও ৷ কিন্তু শ্রীনু দেখে যে খাবার সেইসময়ে তৈরিই হয়নি ৷ সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি এবং প্রবল ঝামেলা শুরু হয় ৷ ওইসময়ে স্ত্রী-র শাড়ি দিয়েই গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করে শ্রীনু ৷
ট্রাক চালক শ্রীনুর সঙ্গে জয়াম্মার বিয়ে হয় ২০ বছর আগে ৷ স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝামেলা লেগে থাকত ৷ শেষপর্যন্ত স্ত্রীকে খুন করল শ্রীনু শুধুমাত্র খাবার সময়মতো না পেয়ে ৷ ঘটনার সময়ে তাদের ছেলে বাড়িতে ছিল না বলে জানা গিয়েছে ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী শ্রীনু ৷ তার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।