#অলওয়ার: শ্বশুরবাড়ির চাওয়া পণ মেটাতে না পারার শাস্তি। ২৩ বছরের যুবতীকে স্বামীর বন্ধুরা মিলে গণধর্ষণের মারাত্মক অভিযোগ রাজস্থানের অলওয়ারে। বাসেরি পুলিশ স্টেশনে ওই যুবতী স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নামে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাজস্থানের ঢোলপুর জেলায়। যুবতী শুক্রবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।
মহিলা পুলিশের কাছে দাবি করেছেন, স্বামী নিজেই তার বন্ধুদের ডেকে এনেছিলেন। এক এক করে একেক জন বন্ধুকে ডেকে আনা হয়। শনিবার এক বন্ধু, তার পর রবিবার আরেক জন। তারা সবাই মিলে গণধর্ষণ করে ওই যুবতীকে। এমনকী, যুবতীরে গোপনাঙ্গে লঙ্কা ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাঁচ মাস আগেই যুবতীর বিয়ে হয়েছিল। তার পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা ক্রমাগত পণের জন্য চাপ দিচ্ছিল তাঁকে। পণের টাকা দিতে না পারায় অভিসন্ধি করেই একেক বার একেক পুরুষকে দিয়ে ধর্ষণ করানো হয় যুবতীকে। পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর মহিলার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। যুবতীর অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির বাকি সদস্যরা পলাতক।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও কাউকেই গ্রেফতার করতে পারেননি তদন্তকারীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।