#মোহালি: সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ সাধারণত নিজের কথা সবার কাজে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে ৷ এরকমই একটি লাইভ মোহালির নয়াগাঁওয়ের ৪২ বছরের এক ব্যক্তি করেছিলেন ৷ কিন্তু লাইভ চলাকালীন গলায় দড়ি দিয়ে বন্ধুদের সামনেই আত্মহত্যা করেন প্রদীপ কুমার নামে ওই ব্যক্তি ৷ লাইভ চলাকালীন পাখার সঙ্গে লাগানো একটি ওড়না গলায় জড়িয়ে নেন তিনি ৷ এপর বন্ধুদের জানান যে তিনি আত্মহত্যা করতে চলেছেন ৷ প্রদীপের বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তিনি আত্মহত্যার পথ বেছে নেন ৷
লাইভে ওই ব্যক্তি তার স্ত্রী, স্ত্রীয়ের বোন ও তাদের স্বামীদের এই আত্মহত্যার জন্য দায়ি করেছেন ৷ ১ মিনিট ৪ সেকেন্ডের ওই লাইভ ভিডিওতে তিনি জানান যে তার স্ত্রী ও স্ত্রীর বোনের তার সংসার বর্বাদ করে দিয়েছে ৷ ওনার কাছে ৫ লক্ষ টাকা ছিল সেটাও তারা চুরি করে নিয়ে নেয় ৷ আত্মহত্যার আগে বন্ধুদের কাছে নিজের শেষ ইচ্ছে জানান ৷ তিনি জানান মৃত্যুর পর যে তার মা ও বাচ্চাদের অমৃতসরের বাড়িতে পৌঁছে দেওয়া হয় ৷ এটা বলার পরই তিনি আত্মহত্যা করে নেন ৷
ফেসবুকে লাইভে প্রদীপ নিজের সমস্যার কথা বলতে থাকলেও কেউ তার বাড়িতে পৌঁছানোর বা বাড়িতে জানানোর চেষ্টা করেনি ৷ তারা কেবল কমেন্ট করে বলতে থাকে এটা করা উচিৎ নয় ৷ এমনকি পুলিশকেও কেউ খবর দেয়নি ৷