#রাজকোট: পাঁচ বছর আগে সাইবার বুলিং-এর শিকার হয়েছিলেন প্রেমিকা। প্রতিশোধ নিতে অভিনব পন্থা গ্রহণ করল এক ব্যাক্তি। ঘটনাটির সূত্রপাত তামিলনাড়ুর চেন্নাইয়ে। বুধবার দিন জামনগর পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।
সূত্রের খবর, বছর পাঁচ আগে চেন্নাইয়ের কিছু মেডিক্যাল শিক্ষার্থী অভিযুক্তের বান্ধবীকে চরম হেনস্থা করেছিল। সেই কারণে তার মেডিক্যাল ছাত্রদের প্রতি একটা ক্ষোভ ও বিতৃষ্ণা জমতে থাকে। ওই ছাত্রদের শারীরিক কোনও ক্ষতি সে করেনি। কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য সে অন্য রাস্তা বেছে নিয়েছিল। মেডিক্যাল ছাত্রদের দামি মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ এবং অন্যান্য দামি গাজেট সে চুরি করতে থাকে। কেবল তাই নয়, দেশের অন্যান্য মেডিক্যাল ছাত্রদের উপরেও তার রাগ তৈরি হতে থাকে।
বুধবার দিন, জামনগরের পুলিশ ২৪ বছরের তামিলসেলভন কান্ননকে গ্রেফতার করে। ২০১৫ সাল থেকে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের হস্টেল থেকে কমপক্ষে ৫০০টি ল্যাপটপ এবং অন্যান্য দামি গ্যাজেট চুরি করেছে সে। গত বছর ২৬ ডিসেম্বর এমপি শাহ মেডিক্যাল কলেজের হস্টেলের একটি ঘর থেকে প্রায় ছ’টি ল্যাপটপ চুরির অভিযোগ করা হয়। তারপর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ কান্ননকে গ্রেফতার করলে সে দোষ স্বীকার করে নেয়।