#কলকাতা : রাত পোহালেই ভোট | আর সেই নির্বাচনের আগে শহরে বিপুল পরিমান বোমা উদ্ধার করল কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার আধিকারিকরা | গোয়েন্দা সূত্রে খবর, খোদ শহর কলকাতায় ভোটের আগে ২২ টি বোমা উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় | চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কড়েয়া থানার অন্তর্গত তিলজলা মসজিদ বাড়ি লেনে শিবতলা খাল পাড় এলাকায় |
স্থানীয়রা দেখেন একটি ব্যাগ পরে আছে খাল পরের ধারে | দেখে সন্দেহজনক মনে হওয়াতে কড়েয়া থানার পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা | কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ঘটনাস্থলে পৌছায় | ঘটনাস্থল থেকে ওই ব্যাগ থেকে উদ্ধার হয় ২২ টি ক্রুড বোমা | পৌঁছায় বম্ব ডিস্পোসাল স্কোয়াড | এরপর বোমা গুলিকে উদ্ধার করে গুন্ডা দমন শাখার আধিকারিকরা |
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কাদের জানান, " আমার কফির দোকান সামনেই | খালের পাশে ব্যাগের মতো পাস্টিক মোড়া দেখে সন্দেহ হয় | পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে | পাশেই ট্রান্সফরমার রয়েছে | বোমা রাখা ছিল ফলে যে কোনো সময়ে বড় দুর্ঘটনা ঘটে পারতো | এই ঘটনার পর আমরা এলাকাবাসিন্দারা যথেষ্টআতঙ্কিত | " অপর এক স্থানীয় বাসিন্দা মহম্মদ হায়দার বলেন, " আমরা দাঁড়িয়ে এখানে খাচ্ছিলাম | হঠাৎ দেখি পুলিশ ঢুকছে | দেখলাম বোমা উদ্ধার করছে ব্যাগ থেকে | এরকম দেখে ভয় করছে সকলেরই | "
সব মিলিয়ে বলা যায়, নির্বাচনের আগে বিপুল পরিমান বোমা উদ্ধার কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় | কে বা কারা ওই এলাকায় বোমা রেখে গেলো সেই বিষয়ে খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা | কী উদ্দেশে ওই বোমা গুলি রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে গুন্ডা দমন শাখার আধিকারিকরা | ARPITA HAZRA