হোম /খবর /দেশ /
মাত্র ৩৬ সেকেন্ডে ব্যাঙ্কের ২০ লাখ টাকা সাফ!১১ বছরের বাচ্চার তাজ্জব হাতসাফাই

মাত্র ৩৬ সেকেন্ডে ব্যাঙ্ক থেকে ২০ লাখ টাকা সাফ! ১১ বছরের বাচ্চার হাতসাফাই দেখে তাজ্জব সকলে

মাত্র ১১ বছরের একটি বাচ্চা ব্যাঙ্কে ঢুকে ২০ লাখ টাকা লুঠ করে চম্পট দিল ৷ তাও মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে ৷

  • Last Updated :
  • Share this:

#ঝিন্দ: এমন ঘটনা বলিউড কেন হলিউডি চিত্রনাট্যকেও হার মানাবে ৷ মাত্র ১১ বছরের একটি বাচ্চা ব্যাঙ্কে ঢুকে ২০ লাখ টাকা লুঠ করে চম্পট দিল ৷ তাও মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে ৷ অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার ঝিন্দে ৷ ব্যাঙ্কের সিসিটিভিতে বন্দি ফুটেজ থেকেই জানা গিয়েছে খুদে ডাকাতের ভয়ঙ্কর কীর্তি ৷হরিয়ানার ঝিন্দের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank)  শাখায় ঘটেছে এমনই অবাক করা ঘটনা ৷ ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন, ঘটনার দিন দুপুরের দিকে ক্যাশিয়ার বাথরুমে যাওয়ার জন্য ক্যাশবাক্স ছেড়ে কেবিন থেকে বেরিয়েছিলেন ৷ কয়েক মিনিটের ব্যাপার বলে তিনি কেবিনের দরজা লক করেননি ৷ আর এরই সুযোগ নেয় খুদে ডাকাত ৷সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ব্যাঙ্কে আগে থেকে ঢুকে তক্কে তক্কে ছিল ওই খুদে ডাকাত ৷ ক্যাশিয়ার ক্যাশ থেকে বেরতেই সঙ্গে সঙ্গে কেবিনে ঢুকে চোখের নিমেষে সমস্ত টাকা নিজের ব্যাগে ভরে হাওয়া হয়ে যায় ১১ বছরের ওই কিশোর ৷ সব মিলিয়ে প্রায় ২০ লাখ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে ওই খুদে চোর, বলে জানিয়েছে ব্যাঙ্ক ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷সকলের চোখ এড়িয়ে এই ডাকাতিতে ওই কিশোর সময় নিয়েছিল মাত্র ৩৬ সেকেন্ড ৷ ঘটনার পরপরই কিছু বোঝা না গেলেও সন্ধেবেলা ব্যাঙ্ক বন্ধের আগে ক্যাশ মেলাতে গিয়েই গোলমালটা ধরা পড়ে ৷ সিসিটিভি চেক করতেই সামনে আসে পুরো ঘটনা ৷ যে দক্ষতায় ওই ১১ বছরের বাচ্চাটি পুরো ঘটনাটি ঘটিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে তাকে কেউ প্রশিক্ষণ দিয়েছে ৷তদন্তকারীদের মতে ক্যাশিয়ারের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে ৷ ক্যাশিয়ারের দায়িত্বজ্ঞানহীন কাজেরই ফায়দা তুলেছে ওই খুদে ডাকাত ৷ সিসিটিভি ফুটেজকেই হাতিয়ার করে অভিযুক্তকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

Published by:Elina Datta
First published:

Tags: Bank Fraud