#ঝিন্দ:এমন ঘটনা বলিউড কেন হলিউডি চিত্রনাট্যকেও হার মানাবে ৷ মাত্র ১১ বছরের একটি বাচ্চা ব্যাঙ্কে ঢুকে ২০ লাখ টাকা লুঠ করে চম্পট দিল ৷ তাও মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে ৷ অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার ঝিন্দে ৷ ব্যাঙ্কের সিসিটিভিতে বন্দি ফুটেজ থেকেই জানা গিয়েছে খুদে ডাকাতের ভয়ঙ্কর কীর্তি ৷হরিয়ানার ঝিন্দের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) শাখায় ঘটেছে এমনই অবাক করা ঘটনা ৷ ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন, ঘটনার দিন দুপুরের দিকে ক্যাশিয়ার বাথরুমে যাওয়ার জন্য ক্যাশবাক্স ছেড়ে কেবিন থেকে বেরিয়েছিলেন ৷ কয়েক মিনিটের ব্যাপার বলে তিনি কেবিনের দরজা লক করেননি ৷ আর এরই সুযোগ নেয় খুদে ডাকাত ৷সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ব্যাঙ্কে আগে থেকে ঢুকে তক্কে তক্কে ছিল ওই খুদে ডাকাত ৷ ক্যাশিয়ার ক্যাশ থেকে বেরতেই সঙ্গে সঙ্গে কেবিনে ঢুকে চোখের নিমেষে সমস্ত টাকা নিজের ব্যাগে ভরে হাওয়া হয়ে যায় ১১ বছরের ওই কিশোর ৷ সব মিলিয়ে প্রায় ২০ লাখ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে ওই খুদে চোর, বলে জানিয়েছে ব্যাঙ্ক ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷সকলের চোখ এড়িয়ে এই ডাকাতিতে ওই কিশোর সময় নিয়েছিল মাত্র ৩৬ সেকেন্ড ৷ ঘটনার পরপরই কিছু বোঝা না গেলেও সন্ধেবেলা ব্যাঙ্ক বন্ধের আগে ক্যাশ মেলাতে গিয়েই গোলমালটা ধরা পড়ে ৷ সিসিটিভি চেক করতেই সামনে আসে পুরো ঘটনা ৷ যে দক্ষতায় ওই ১১ বছরের বাচ্চাটি পুরো ঘটনাটি ঘটিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে তাকে কেউ প্রশিক্ষণ দিয়েছে ৷তদন্তকারীদের মতে ক্যাশিয়ারের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে ৷ ক্যাশিয়ারের দায়িত্বজ্ঞানহীন কাজেরই ফায়দা তুলেছে ওই খুদে ডাকাত ৷ সিসিটিভি ফুটেজকেই হাতিয়ার করে অভিযুক্তকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।