corona virus btn
corona virus btn
Loading

‘মুন্নাভাই’য়ের অনুপ্রেরণায় সরকারি পরীক্ষায় টুকতে গিয়ে জেলে IPS অফিসার

‘মুন্নাভাই’য়ের অনুপ্রেরণায় সরকারি পরীক্ষায় টুকতে গিয়ে জেলে IPS অফিসার
IPS officer Safeer Karim

‘মুন্নাভাই’য়ের অনুপ্রেরণায় সরকারি পরীক্ষায় টুকতে গিয়ে জেলে IPS অফিসার

  • Share this:

#চেন্নাই: একেবারে মুন্নাভাই এমবিবিএস ৷ ডাক্তার হওয়ার জন্য মুন্নাভাই কেমন এন্ট্রাস পরীক্ষায় কানে ব্লুটুথ হেডসেট লাগিয়ে সমস্ত উত্তর জেনে নিয়েছিল মনে আছে? সিনেমার সেই দৃশ্য এবার বাস্তবে ৷ সিভিল সার্ভিস পরীক্ষায় নকল করতে গিয়ে শ্রীঘরে পৌঁছলেন আইপিএস অফিসার সাফির করিম ৷

সিনেমার ধাঁচে কানে ব্লুটুথ লাগিয়ে স্ত্রীয়ের কাছ থেকে জেনে করিম নিচ্ছিলেন প্রশ্নের সঠিক উত্তর ৷ কোনও ভ্রূক্ষেপ ছাড়াই চলছিল টুকলি ৷ কিন্তু পরীক্ষকের নজর এড়ায়নি এই হাইটেক টোকাটুকি ৷ ফলস্বরূপ আইপিএস আধিকারিকের স্থান হয় জেলে ৷

তামিলনাড়ুর তিরুনেলভেলির এএসপি পদের সাবির করিম পদোন্নতির জন্য আএএস পরীক্ষায় বসেছিলেন ৷ দুর্দান্ত ফলের আশায় স্ত্রীয়ের কাছে সাহায্য চান তিনি ৷ স্বামীর কথা মতোই ফোনে হায়দ্রাবাদে থাকা স্ত্রী সমস্ত উত্তর বলে দিতে থাকেন ৷ সরকারি পরীক্ষায় নকলে সাহায্য করার অপরাধে করিমের স্ত্রীর বিরুদ্ধেও জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা ৷ তাঁকে গ্রেফতারের জন্য হায়দরাবাদ পুলিশের সাহায্য চেয়েছে চেন্নাই পুলিশ।

২০১৪ সালে IPS হওয়ার পরে তামিলনাড়ুর তিরুনেলভেলির নানগুনেরি সাবডিভিশনে প্রশিক্ষণ নিচ্ছিলেন সাফির করিম ৷ এই কীর্তির জন্য প্রোবেশনে থাকা করিমকে চাকরি থেকেও বরখাস্ত করা হতে পারে ৷

First published: October 31, 2017, 10:51 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर