#পটনা: ব্যাঙ্কের শাটার ভেঙে চোরেরা চুরি করতে ব্যাঙ্কে প্রবেশ করেছিল ৷ ব্যাঙ্কে ডাকাতি করতে এসেছিল কিন্তু টাকা না পেয়ে ক্ষুদ্ধ হয়ে অবশেষে সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্থ করে হার্ডডিস্ক নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা ৷ এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দার এক গ্রামীণ ব্যাঙ্কে ৷
আরও পড়ুন : পেট্রোপণ্য়ের দাম লাগাতার বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস নেতার গরুর গাড়ির আবেদন
বহু প্রচেষ্টা করেও টাকা রাখার লকার ভাঙতে ব্যর্থ হয়েছে তারা ৷ ব্যাঙ্কের টাকা চুরি না করতে পারলেও ক্ষয়ক্ষতি করেছে অনেক, নষ্ট করেছে একাধিক মূল্যবান নথি ৷ একথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ব্যাঙ্ক ম্যানেজার রাহুল কুমার ৷
আরও জানা গিয়েছে দুষ্কৃতীরা ব্যাঙ্কের লকার ভাঙতে পারেনি তাই রক্ষা পেয়েছে ৷ ব্যাঙ্ক ডাকাতিতে ব্যর্থ হতেই সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্থ করে হার্ডডিস্ক নিয়ে চম্পট দিয়েছে ডাকাতেরা ৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে ৷ খতিয়ে দেখছে খুঁটিনাটি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank, Bihar, Gang, Robbery, Rural Bank