corona virus btn
corona virus btn
Loading

'কালো-কুত্‍‌সিত'! সেই রাগে হায়দরাবাদে স্ত্রীকে গলার নলি কেটে খুন করল যুবক

'কালো-কুত্‍‌সিত'! সেই রাগে হায়দরাবাদে স্ত্রীকে গলার নলি কেটে খুন করল যুবক
Representative Image

দিন কয়েক কাটতই তাদের মধ্যে অশান্তি শুরু হয়৷ কালো ও সুন্দরী না হওয়ার অপবাদ দিয়ে স্ত্রীকে মারধর করত যোগী৷

  • Share this:

হায়দরাবাদ: স্ত্রী সুন্দরী নন৷ গায়ের রংও কালো৷ এই রাগে স্ত্রীকে খুন করল এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মিয়াপুরে৷ পুলিশ জানিয়েছে, যগনতাইয়া ওরফে যোগী নামে ওই ব্যক্তি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার বাসিন্দা৷ চাকরির জন্য স্ত্রীকে নিয়ে হায়দরাবাদ এসেছিল৷

যোগী ও অরুণার বিয়ে হয় ৬ মাস আগে৷ বিয়ের পরেই তারা হায়দরাবাদ চলে যায় কর্মসূত্রে৷ পারিবারিক সূত্রে খবর, বিয়ের পরে প্রথম প্রথম সব ঠিকই ছিল৷ কোনও অশান্তি ছিল না৷ দিন কয়েক কাটতই তাদের মধ্যে অশান্তি শুরু হয়৷ কালো ও সুন্দরী না হওয়ার অপবাদ দিয়ে স্ত্রীকে মারধর করত যোগী৷

সব কিছু ইতি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়৷ ফের অরুণাকে অশ্রাব্য গালিগালাজ ও মারধর শুরু করে যোগী৷ এরপর রাগের মাথায় একটি ছোরা দিয়ে অরুণার গলার নলি কেটে দেয়৷ এরপর যোগী নিজেও আত্মহত্যার চেষ্টা করে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

জানা গিয়েছে, বিয়ের আগে যোগী অন্য একজনের সঙ্গে প্রেম করত৷ প্রেমে ব্যর্থ হওয়ার পরে পারিবারিক চাপে অরুণার সঙ্গে বিয়ে হয়৷ শুধু কালো ও সুন্দরী না-হওয়াতেই স্ত্রীকে সে খুন করল, না কি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ৷

Published by: Arindam Gupta
First published: August 19, 2020, 11:27 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर