#বারুইপুর:ফের বধূহত্যা ৷ আবারও সেই এক রোগ ৷ পণের জন্য লাগাতার চাপ ৷ ঘটনাটি ঘটেছে কুলতলী থানার ভুবনখালি গ্রামে ৷ নাজিম মন্ডল এর সঙ্গে বিয়ে হয় মনিরা মন্ডলের ৷ অভিযোগ বিয়ের পর থেকেই বিভিন্ন কারণ দেখিয়ে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত ৷ অনাদায়ী পণের জন্য তাকে মারধর করতো বলে অভিযোগ ৷ গতকাল বিকেলে আবার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয় স্বামী নাজিম কিন্তু বাপের বাড়ি থেকে টাকা আনতে রাজি হয়নি সে ৷ এরপর অভিযোগ তাকে বেধড়ক মারধর করা হয় তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয় ৷ অভিযোগ ঘটনার পর কুলতলী থানায় স্বামী শ্বশুর ও শাশুড়ি নামে লিখিত অভিযোগ দায়ের করেছে, মৃতার পরিবার ৷ ঘটনায় গ্রেফতার স্বামী ও শাশুড়ি ।