#মুর্শিদাবাদ: অতিরিক্ত পণের দাবিতে গৃহবধূকে খুন করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।ঘটনার পরই জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামী নীলেন্দু বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় আড়াই বছর আগে সামাজিকভাবে দেখাশোনা করেই নিলেন্দু সাথে বিয়ে হয় মৃতার। বিয়ের সময় যৌতুক হিসেবে কনের বাড়ির লোক ২.৫ লাখ টাকা পণ দেন বর্তমানে তাদের একটি ৮ মাসের সন্তানও রয়েছে। এই পর্যন্ত সব ঠিক থাকলেও সম্প্রতি শিক্ষক স্বামী নীলেন্দু বিশ্বাস অতিরিক্ত দেড় লক্ষ টাকা নগদ পণ্যের জন্য স্ত্রীরর ওপর শারীরিক অত্যাচার চালাত বলে মৃতার বাড়ির লোকের অভিযোগ। শুধু তাই নয় পরিবারের লোকের আরও অভিযোগ তথ্য প্রমাণ লোপাট করতে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঘরের সিলিং এর সাথে ঝুলিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকেরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Husband murdered wife