#রায়গঞ্জ: দক্ষিন কসবা এলাকা থেকে ৫০.৩১ গ্রাম মাদক উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ।মাদক বিক্রি করার অভিযোগে পুলিশ দশ জনকে গ্রেফতার করেছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে দুটি মাদক মাপার যন্ত্র,তিনটি মোবাইল ফোন এবং বেশ কিছু রাংতা উদ্ধার করেছে।পুলিশের অনুমান ব্রাউন সুগার হবার সম্ভবনা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবদ রায়গঞ্জ শহরে বিভিন্ন এলাকায় মাদক বিক্রির অভিযোগ উঠছিল।পুলিশের কাছে এনিয়ে অভিযোগ আসছিল।গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দক্ষিন কসবা গ্রামে হানা দিয়ে এই মাদক উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Uttam Paul
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।