হোম /খবর /দক্ষিণবঙ্গ /
লকডাউনেও বন্ধ হয় না ক্রাইম, রমরমিয়ে চলছিল মাদক বিক্রি, তারপর

লকডাউনেও বন্ধ হয় না ক্রাইম, রমরমিয়ে চলছিল মাদক বিক্রি, তারপর...

Photo- Representive

Photo- Representive

খোঁজ পাওয়া গেল বিশাল পরিমাণের মাদকের

  • Share this:

#রায়গঞ্জ: দক্ষিন কসবা এলাকা থেকে ৫০.৩১ গ্রাম মাদক উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ।মাদক বিক্রি করার অভিযোগে পুলিশ দশ জনকে গ্রেফতার  করেছে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে দুটি মাদক মাপার যন্ত্র,তিনটি মোবাইল ফোন এবং বেশ কিছু রাংতা উদ্ধার করেছে।পুলিশের অনুমান ব্রাউন সুগার হবার সম্ভবনা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবদ রায়গঞ্জ শহরে বিভিন্ন এলাকায় মাদক বিক্রির অভিযোগ উঠছিল।পুলিশের কাছে এনিয়ে অভিযোগ আসছিল।গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দক্ষিন কসবা গ্রামে হানা  দিয়ে এই মাদক উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Uttam Paul

Published by:Debalina Datta
First published:

Tags: Drug, Lockdown