রামনগর, দক্ষিণ ২৪ পরগনা: পণের দাবিতে নিজের স্ত্রীকে ন্যাড়া করে খুন করার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানা এলাকার কড়াঘাটা গ্রামে।মৃত গৃহবধূর নাম কারিমুন্নেসা বিবি ৷ বয়স ২৪ বছর ৷
মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনের দাবি, চার বছর আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় হুগলির চন্দননগরের উর্দি বাজারের বাসিন্দা কারিমুন্নেসা খাতুনের সঙ্গে রামনগর থানা এলাকার সেখ সইফুদ্দিনের। বেশ কিছুদিন প্রেম চলার পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পরপর প্রথম দিকে সম্পর্ক ভালো থাকলেও বেশ কিছুদিন পর থেকেই কারিমুন্নেসার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে স্বামী সাইফুদ্দিন বলে অভিযোগ।
কারিমুন্নেসা টাকা আনতে অস্বীকার করলে তাঁকে ন্যাড়া করে সেই ছবি তুলে তাঁর বাপের বাড়িতে পাঠায় সাইফুদ্দিন ৷ এমনকী, কারিমুন্নেসার বাপের বাড়ির লোকজনকে ফোনে হুমকিও দেয় সে। এরপর রবিবার কারিমুন্নেসার ৪ বছরের মেয়েকে দিয়ে তাঁর মামার বাড়ি ফোন করে জানায় তাদের মেয়ে অসুস্থ। পরে কারিমুন্নেসার বাপের বাড়ির লোকজন মেয়ের বাড়িতে এসে দেখে শ্বশুরবাড়ির লোকজন কারিমুন্নেসাকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়ে পলাতক। পরে ঘটনার খবর দেওয়া হয় রামনগর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। অন্যদিকে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। ইতিমধ্যেই মৃতার শ্বশুরকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News