• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • ফের হাইওয়েতে আতঙ্ক, শিক্ষিকাকে চলন্ত গাড়িতে গণধর্ষণ, তোলা হল ভিডিও

ফের হাইওয়েতে আতঙ্ক, শিক্ষিকাকে চলন্ত গাড়িতে গণধর্ষণ, তোলা হল ভিডিও

বুন্দলশাহ হাইওয়েতে মা-মেয়ের ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা সকলে ধরা পড়ার আগেই ফের হাইওয়েতে ফিরল আতঙ্ক ৷

বুন্দলশাহ হাইওয়েতে মা-মেয়ের ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা সকলে ধরা পড়ার আগেই ফের হাইওয়েতে ফিরল আতঙ্ক ৷

বুন্দলশাহ হাইওয়েতে মা-মেয়ের ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা সকলে ধরা পড়ার আগেই ফের হাইওয়েতে ফিরল আতঙ্ক ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #বরেলি: বুলন্দশহর হাইওয়েতে মা-মেয়ের ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা সকলে ধরা পড়ার আগেই ফের হাইওয়েতে ফিরল আতঙ্ক ৷ এবার দিল্লি-লক্ষ্নৌ হাইওয়ে থেকে এক শিক্ষিকাকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ শুধু তাই নয় পুরো ঘটনাটি ভিডিও করে রাখার অভিযোগ করেছেন নির্যাতিতা ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে ৷

  পেশায় শিক্ষিকা, নির্যাতিতা তরুণী জানিয়েছেন, মঙ্গলবার ভোরে সিবি গঞ্জ এলাকার খান্ডুয়া সড়ক ধরে নিজের স্কুলের দিকে যাচ্ছিলেন তিনি ৷ এমন সময় একটি গাড়ি এসে তাঁর গা ঘেষে দাঁড়ায় এবং মুহূর্তের মধ্যে গাড়ি থেকে কালো কাপড়ে মুখ ঢাকা তিনজন ব্যক্তি নেমে নির্যাতিতাকে পাঁজাকোলা করে গাড়িতে তুলে নেয় ৷ চিৎকার করে সাহায্য চাওয়ার আগেই প্রচন্ড গতিতে ছুটতে শুরু করে গাড়ি ৷

  নির্যাতিতার অভিযোগ, এরপর একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে বন্দুকের মুখে গণধর্ষণ করা হয় তাঁকে ৷ একইসঙ্গে এই পুরো ঘটনাটির ভিডিও তুলে রাখে অভিযুক্তরা ৷ প্রায় ঘণ্টাখানেক নৃশংস অত্যাচার চালানোর পর নির্যাতিতার নগ্ন ছবি তুলে তা ধর্ষণের ভিডিও সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দেওয়া হয় ৷ বলা হয়, মুখ বন্ধ না রাখলে অথবা পুলিশে রিপোর্ট করলে শুধু ছবি, ভিডিও পোস্ট করেই ক্ষান্ত থাকবে না তাঁরা ৷ এমনকী ধর্ষিতা তরুণীকে প্রাণে মেরে ফেলবে বলে শাসায় ধর্ষকরা ৷

  পরে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে জাতীয় সড়কের উপর নির্যাতিতাকে ছুঁড়ে ফেলে পালিয়ে যায় তারা ৷ অতিকষ্টে নিজের বাড়ি পৌঁছে পরিবারের কাছে সমস্ত ঘটনা জানান তরুণী ৷ এরপর থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তকারী অফিসারদের একটি দল ঘটনাস্থলে ছুটে যান ৷ ডাকা হয় ফরেনসিক বিশেষজ্ঞদেরও ৷

  উত্তরপ্রদেশে ধর্ষণ ও বিভিন্ন অপরাধের হার ক্রমানয়ে বেড়ে ওঠায় প্রবল সমালোচনার মুখে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ বুলন্দশহর ধর্ষণকাণ্ডের ঘটনার চারদিনের মাথায় ফের ধর্ষণের ঘটনায় চিন্তিত প্রশাসন ৷ বরেলি এলাকার ইনস্পেকটর জেনারেল বিজয় সিং মিনা জানিয়েছেন, তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ দ্রুতই অভিযুক্তরা ধরা পড়বে বলে আশাবাদী তিনি ৷ একইসঙ্গে সিবি গঞ্জ পুলিশ স্টেশনের দায়িত্বে থাকা পুলিশ অফিসার রাকেশ গুপ্তাকে কর্তব্যে গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে ৷

  First published: