নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরে ৮ কেজি হেরোইন-সহ গ্রেফতার করা হল ২ যাত্রীকে ৷ বিমানবন্দরে বাজেয়াপ্ত হওয়া ওই হেরোইনের বাজারমূল্য প্রায় ৫৩ কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ ধৃতরা আফগানিস্তানের নাগরিক ৷ এবং তারা ইরানের রাজধানী তেহরান থেকে দুবাই হয়ে দিল্লি পৌঁছেছিল বলে জানিয়েছেন অফিসাররা ৷
দিল্লি বিমানবন্দরে কাস্টমস অফিসারদের সন্দেহ হতেই আটক করা হয় ওই দুই যাত্রীকে ৷ তাদের ব্যাগে শ্যাম্পুর ৩০ টি বোতল পাওয়া গিয়েছিল ৷ তার মধ্যে করেই হেরোইন এদেশে পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে ৷
গত বছর থেকে ধরলে দিল্লি বিমানবন্দরে এখনও পর্যন্ত মোট ৬০০ কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করেছেন কাস্টমস অফিসাররা ৷ ১৪টি বিভিন্ন ঘটনায় ১৮ জন বিদেশি এবং দু’জন ভারতীয় ধরা পড়েছে হেরোইন পাচার করতে গিয়ে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Airport