#ইসলামপুর: তিনমাসের অন্তঃসত্ত্বা হওয়ার পরও এক কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। গ্রেফতার করা হয় প্রেমিককে।পুলিশ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পাটুয়াটুলির এক ১৫ বছরের কিশোরীর সঙ্গে পোটিয়া বনবাড়ি গ্রামের সইদূল রহমান নামে এক যুবকের মাস ছয়-সাত ধরে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীর সঙ্গে সহবাস করে ওই যুবক।
কিশোরী তিনমাসের অন্তসত্বা হয়ে পড়লে সইদূল বিয়ে করতে রাজি হয় নি। বাধ্য হয়েই কিশোরীর মা গোয়ালপোখর থানায় সইদূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে "পকসো আইনে মামলা ঋজু করেছে। শুক্রবার রাতেই গোয়ালপোখর থানার পুলিশ সইদূলকে গ্রেফতার করে এবং পরদিন তাকে আদালতে পেশ করা হয়।এদিকে মহিলার শারীরিক পরীক্ষার জন্য তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে ৷ অভিযুক্ত প্রেমিক সইদূলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে কিশোরী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।