Home /News /crime /
আরেক 'নির্ভয়া'! তরুণীকে গণধর্ষণ ৪ ব্যক্তির, অত্যাচারে জিভ-পা প্যারালাইসিস

আরেক 'নির্ভয়া'! তরুণীকে গণধর্ষণ ৪ ব্যক্তির, অত্যাচারে জিভ-পা প্যারালাইসিস

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

যৌনাঙ্গে রক্তপাত বন্ধ না-হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে ঔরঙ্গাবাদ হাসপাতালে৷ ডাক্তাররা জানিয়েছেন, অনেকগুলি ক্ষত রয়েছে শরীরে৷ নির্মম ভাবে অত্যাচারে পা ও জিভ প্যারালাইসড হয়ে গিয়েছে৷

 • Share this:

  #মুম্বই: ফের গণধর্ষণ৷ এ বার অকুস্থল মুম্বই৷ মুম্বইয়ের চেম্বুরে এক ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ করল একদল ব্যক্তি৷ নির্মম যৌন অত্যাচারে যৌনাঙ্গ-সহ শরীরের নানা জায়গায় ক্ষত হয়েছে৷ জিভ ও পায়ে প্যারালাইসিস হয়ে গিয়েছে ওই তরুণীর৷ যে দিন গণধর্ষিত হন ওই তরুণী, সে দিনই তাঁর জন্মদিন ছিল৷

  বাড়িতে সবাই কেক কাটবে বলে তৈরি৷ সন্ধের পার্টির জন্য হাজির বন্ধুরাও৷ জন্মদিন বলে কথা৷ আনন্দ করবে বলে তাড়াতাড়ি ফিরছিলেন চেম্বুরের বাসিন্দা ওই তরুণী৷ তখনই কয়েকজন অপরিচিত ব্যক্তি তাঁকে গণধর্ষণ করে৷ ঘটনা ঘটেছে গত ৭ জুলাই৷ ৪ জন অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ৷ ঘটনার পর থেকে কথা বন্ধ হয়ে গিয়েছে ওই তরুণীর৷ শুধুই কাঁদছেন ও কেঁপে কেঁপে উঠছেন৷

  যৌনাঙ্গে রক্তপাত বন্ধ না-হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে ঔরঙ্গাবাদ হাসপাতালে৷ ডাক্তাররা জানিয়েছেন, অনেকগুলি ক্ষত রয়েছে শরীরে৷ নির্মম ভাবে অত্যাচারে পা ও জিভ প্যারালাইসড হয়ে গিয়েছে৷ অবস্থা স্থিতিশীল৷ তরুণীর বাবা সংসবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, 'আমার মেয়ের শরীর ধীরে ধীরে প্যারালাইসড হয়ে যাচ্ছে৷ কোমায় চলে যেতে পারে৷ মেয়ের সঙ্গে আইসিসিইউ-তে দেখা করলাম৷ কথা বলতে পারছে না৷ চিনতেও পারছে না৷'

  আরও ভিডিও: নিজের মেয়েকে ধর্ষণ করার অপরাধে অভিযুক্তকে জনতার গণপিটুনি, দেখুন ভিডিও

  First published:

  Tags: Gangrape, Mumbai Gangrape, Sexual Assault

  পরবর্তী খবর