#ছত্তীসগড়: ছত্তীসগড়ের মুঙ্গেলির ঘটনা! গত বুধবার রাতে এক ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়। নাবালিকা বাধা দিলে তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ওই নাবালিকার বাড়ির লোকেরা জরুরি কাজে বাইরে ছিলেন। বাড়িতে নাবালিকাকে একা পেয়ে চড়াও হয় ধর্ষক। তবে নাবালিকা চিৎকার চেঁচামেচি শুরু করলে ওই ব্যক্তি গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়। ধর্ষণ করতে না পেরে আগুন লাগিয়ে দেয় নাবালিকার গায়ে। ওই অবস্থায় বাইরে এসে চিৎকার করতে থাকে সে। প্রতিবেশীরা এসে আগুন নেভায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে ওই যুবককে। মৃত্যুর আগে পুলিশ নাবালিকার বয়ানও নিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhattisgarh, Crime, Girl