#আহমেদাবাদ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দলিত তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠল বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে ৷ সুরেন্দ্রনগর জেলার ঘটনা ৷ জানা গিয়েছে, বিজেপির পতড়ি তালুক শাখার সভাপতির ছেলের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, পতড়ি থানায় মঙ্গলবার রাতে দলিত তরুণী ধর্ষণের অভিযোগ জানিয়েছে ৷ ১৯ বছরের তরুণী জানিয়েছেন, ২২ বছরের বিট্টু পাটেল তাকে একটি হোটেল নিয়ে যায় ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি ৷ নির্যাতিতা তার বয়ানে জানিয়েছেন, স্কুলের পড়ার সময় থেকে তারা একে অপরকে চিনতেন ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জানান তিনি ৷ নির্যাতিতার বয়ানের ভিত্তিতে বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কাউকে গ্রেফতার করা হয়নি ৷ নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Crime Agaianst Woman, ETV News Bangla, Girl alleges rape by BJP leader’s son, Rape