#মুম্বই: সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের মামলায় ছোটা রাজন-সহ ৮ জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল মহারাষ্ট্রের বিশেষ আদালত ৷ সাংবাদিক খুনের সাত বছর পর সাজা পেলেন কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজন সহ আটজন ৷ অন্যদিকে, এই মামলায় সাংবাদিক জিগনা ভোরা এবং আরেক অভিযুক্ত পলসেন জোসেফকে মুক্তি দিয়েছে আদালত ৷ ২০১১ সালে ১১ জুন খুন হন সাংবাদিক জ্যোতির্ময় দে ৷
২০১১ সালের ১১ জুন মুম্বইয়ের পোওয়াইতে চার মোটরবাইক আরোহী দুষ্কৃতী মিড ডে-র সাংবাদিক জ্যোতির্ময় দে-কে তাঁর বাড়ির কাছেই খুব কাছ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেয় । গ্যাংস্টার ছোটা রাজনের নির্দেশেই এই খুন করেছে দুষ্কৃতীরা। এই অভিযোগে মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম আইন বা মোকায় মামলা রুজু করে মুম্বই পুলিশ।
আরও পড়ুন
পুলিশে চাকরিপ্রার্থীদের পরীক্ষা ঘিরে ফের বিতর্ক, অর্ধনগ্ন করে একই ঘরে পুরুষ-মহিলার মেডিকেল টেস্ট
২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার করা হয় ছোটা রাজনকে। এরপর হাতে জ্যোতির্ময় দে খুনের মামলা সিবিআই-এর হাতে তুলে দেয় মুম্বই পুলিশ। ছোটা রাজনের নির্দেশেই খুন বলে চার্জশিটে নিশ্চিত করে সিবিআই।
খুনের সাত বছর পর এই মামলায় ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করল বিশেষ সিবিআই আদালত। ভুয়ো পাসপোর্ট মামলায় গত বছরই ছোটা রাজনকে দোষী সাব্যস্ত হওয়ায় তার সাত বছরের কারাদণ্ডের সাজা হয়েছে। এদিন তিহার জেল থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিবিআই বিশেষ আদালতে ছোটা রাজনকে হাজির করানো হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gangster Chhota Rajan, J Dey Murder Case, Jigna Vora, Journalist J Dey's Murder, Jyotirmoy Dey