#কানপুর: চৌবেপুরের ৮ পুলিশ কর্মী হত্যার ঘটনায় বিকাশকে হন্যে হয়ে খুঁজছিল উত্তরপ্রদেশ পুলিশ৷ উজ্জয়নীর মহাকাল মন্দিরের কাছ থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ৷ এমনই খবর উত্তরপ্রদেশ পুলিশ সূত্রের৷ শোনা যাচ্ছে যে বিকাশ আত্মসমর্পণ করেছে, যদিও সে বিষয়টি এখনও নিশ্চিত নয়৷
গতকাল অর্থাৎ বুধবার বিকাশের ডান হাত অমর দুবের মৃত্যু হয় পুলিশের সঙ্গে এনকাউন্টারে৷ সকালের দিকে এই ঘটনা ঘটে এবং রাতের বেলা বিকাশের সঙ্গে যোগ থাকার ফলে গ্রেফতার করা হয় দুই পুলিশকর্মীকে৷ তারা সব খবর বিকাশেরে কাছে পৌঁছে দিত, এমনই অভিযোগ৷ এমনকী যেদিন রাতে বিকাশের বাড়ি ঘিরে ধরে পুলিশ, সেই খবরও আগে থেকে বিকাশকে দিয়েছিল এই দুই পুলিশ কর্মীই৷
যে ২ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন চৌবেপুর থানার প্রাক্তন স্টেশন হাউজ অফিসার বিনয় তিওয়ারি এবং বিট ইন চার্জ কে কে শর্মা৷ বিকাশ দুবেকে গ্রেফতার করতে যে পুলিশের টিম গিয়েছিল, তাতে এরা দু’জনেই সামিল ছিলেন৷ তবে এনকাউন্টারের সময় এরা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন, জানান কানপুরের রেঞ্জ ইন্সপেক্টর জেনারেল মোহিত আগরওয়াল৷
গত কয়েকদিন ধরে এই ২ পুলিশকর্মীকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল৷ গ্যাংস্টার বিকাশ দুবের সঙ্গে এই ২ পুলিশকর্মীর যোগ ছিল বলে সন্দেহ ছিল প্রথম থেকেই৷ শেষ পর্যন্ত গ্রেফতার করা হল তাদের৷
তবে পুলিশের চোখে ধুলো দিয়ে এতদিন বেপাত্তা ছিল বিকাশ৷ শেষ পর্যন্ত পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী৷