Nirbhaya Rape Case: চার ধর্ষক জেলের মধ্যেও ২৩ বার ভেঙেছে নিয়ম, রোজগার করেছে ১.৩৭ লক্ষ টাকা!

Nirbhaya Rape Case: চার ধর্ষক জেলের মধ্যেও ২৩ বার ভেঙেছে নিয়ম, রোজগার করেছে ১.৩৭ লক্ষ টাকা!
Photo- File

জেলে থেকে কী করত নির্ভয়া -র চার ধর্ষক...

  • Share this:

#নয়াদিল্লি :  নির্ভয়া গ্যাংরেপ মামলায় দোষী চার আসামীর ফাঁসি হবে আগামী ২২ জানুয়ারি ৷ নক্কারজনক অপরাধে অপরাধী এই চারজন দীর্ঘ সময় জেলে কাটিয়েছে ৷ জেলের মধ্যেও এরা যে খুব নীতিপরায়ণ কিম্বা নিয়ম মেনে চলা অপরাধী হিসেবে ছিল তা নয় ৷ কারণ একাধিক সূত্রের খবর গণধর্ষণ ও নির্ভয়াকে খুন করায় দোষী এই চার জেলবন্দির কোনও অনুশোচনা কেউ কোনও দিন দেখেনি ৷ তবে মৃত্যু ভয় নিঃসন্দেহে ছিল ৷ কারণ ফাঁসির সাজা ঘো৷ষণার পর এরা একাধিকভাবে তা রদের জন্য চেষ্টা করেছিল ৷ মঙ্গলবার শেষ লাইফলাইনও শেষ হয়ে যায় ৷

২৩ বার জেলের মধ্যে নিয়ম ভেঙেছে এই চার অপরাধী ৷ আর এদের মধ্যে তিনজন জেলে কাজ করে ১.৩৭ লক্ষ টাকা রোজগার করেছে ৷ তিহাড় জেল সূত্রে খবর অক্ষয় ঠাকুর শুধু একবার নিয়ম ভেঙেছে ৷ বাকিরা অর্থাৎ মুকেশ সিং তিনবার, পবন গুপ্তা আটবার, বিনয় শর্মা ১১ বার নিয়ম ভেঙেছে ৷

আরও পড়ুন - শিশু সন্তান কোলে সলমন খান, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট আগেই এই চার অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছিল ৷ সেই মোতাবেকই ২২ তারিখ সকাল সাতটায় ফাঁসি হবে ৷ জেল সূত্রে এই চার ধর্ষকের জেলে পরিশ্রম থেকে আয়ও জানা গেছে ৷ অক্ষয় পেয়েছে ৬৯ হাজার টাকা, পবন ২৯ হাজার টাকা, বিনয় ৩৯ হাজার টাকা ৷ অক্ষয় ঠাকুর জেলে পরিশ্রম করে সবচেয়ে বেশি টাকা রোজগার করেছে ৷ বিনয়ের বাবা মঙ্গলবার তিহাড় জেলে ছেলে সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ সমস্ত দোষীদের পরিবার এই ফাঁসির আগে তাদের সঙ্গে শেষবার দেখা করতে পারবে ৷ অক্ষয়ের পরিবারের লোক গত বছর নভেম্বর তার সঙ্গে দেখা করেছিল ৷ এই অপরাধীরা ফোনেও তাদের পরিবারের সঙ্গে কথা বলতে পারবে ৷ তবে ফাঁসির সাজা নিশ্চিত হওয়ার পর একমাত্র বিনয় ছাড়া আর কারোর বাড়ির লোক এখনও তাদের সঙ্গে দেখা করতে যায়নি ৷

আরও দেখুন

First published: January 15, 2020, 11:59 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर