Home /News /crime /
হরিয়ানায় লাভ জিহাদ! ধর্ম বদল করে বিয়েতে চাপ মেয়েকে, দাবি নিহত নিকিতার বাবার

হরিয়ানায় লাভ জিহাদ! ধর্ম বদল করে বিয়েতে চাপ মেয়েকে, দাবি নিহত নিকিতার বাবার

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিকিতা তোমার নামে ২১ বছর বয়সি এক ছাত্রীকে গুলি করে খুন করে তৌসিফ নামে এক যুবক৷ তদন্তে উঠে আসে, তৌসিফ এবং নিকিতা পূর্ব পরিচিত৷

 • Share this:

  #ফরিদাবাদ: ধর্ম বদল করে বিয়ের জন্য চাপ দেওয়া হয়েছিল মেয়েকে৷ কিন্তু তাতে রাজি না হওয়াতেই তাঁকে গুলি করে খুন করেছে প্রেমিক৷ হরিয়ানার ফরিদাবাদে দিনেদুপুরে খুন হওয়া কলেজ ছাত্রী নিকিতা তোমারের বাবা এমনই অভিযোগ তুললেন৷

  সোমবার বিকেল ৩.৪০ মিনিট নাগাদ দিল্লি থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে একটি কলেজের গেটের সামনে এই ঘটনা ঘটে৷ নিকিতা তোমার নামে ২১ বছর বয়সি এক ছাত্রীকে গুলি করে খুন করে তৌসিফ নামে এক যুবক৷ তদন্তে উঠে আসে, তৌসিফ এবং নিকিতা পূর্ব পরিচিত৷ এই হত্যাকাণ্ডের পরেই নিহত ছাত্রীর পরিবারের অভিযোগে লাভ জিহাদের তত্ত্ব উঠে আসে৷ নিহত ছাত্রীর ভাইয়ের অভিযোগ, ২০১৮ সালেও একবার বিয়ে করার জন্য নিকিতাকে অপহরণ করেছিল তৌসিফ৷ পুলিশে অভিযোগ দায়েরের পর নিকিতাকে উদ্ধার করা হয়৷ সেই সময় তৌসিফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও পরে দুই পরিবারের মধ্যে মধ্যস্থতায় বিষয়টি মিটমাট হয়ে যায়৷

  এই ঘটনার পর নিহত ছাত্রীর পরিবার এবং বিক্ষোভকারীরা ফরিদাবাদ থেকে মথুরাগামী রাস্তা অবরোধ করেন৷ এই ঘটনায় গোটা দেশেই চাঞ্চল্য ছড়ায়৷ হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজও দ্রুত ছড়িয়ে পড়ে৷ চাপে পড়ে হত্যাকাণ্ডের তদন্তে সিট গঠন করে হরিয়ানা সরকার৷

  প্রথমে বিক্ষোভ দেখালেও পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা৷ শেষকৃত্যের জন্য নিকিতার দেহও হাতে নেয় তাঁর পরিবার৷ নিকিতার বাবা অভিযোগ করেন, বিয়ে করার জন্য মেয়ের ধর্ম পরিবর্তনে চাপ দিয়েছিল তৌসিফ৷

  পুলিশি জেরায় ধৃত তৌসিফ দাবি করেছে, নিকিতার বিয়ে অন্যত্র ঠিক হয়েছিল৷ পাশাপাশি ২০১৮ সালে নিকিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হতে হওয়ায় ইচ্ছে থাকলেও মেডিসিন নিয়ে পড়তে পারেনি সে৷ সেই রাগ থেকেই নিকিতাকে খুনের সিদ্ধান্ত নেয় তৌসিফ৷ এই ঘটনায় ইতিমধ্যেই তৌসিফ সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  পরবর্তী খবর