• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • জমি নিয়ে অশান্তির জের, ভাইয়ের কান কামড়ে ছিঁড়ে নিল দাদা !

জমি নিয়ে অশান্তির জের, ভাইয়ের কান কামড়ে ছিঁড়ে নিল দাদা !

Representational Image

Representational Image

জমি নিয়ে শরিকি বিবাদের জেরেই সে এমন কাণ্ড ঘটিয়েছে বলে জানা গিয়েছে ৷

 • Share this:

  #বারাসত: জমির ভাগ নিয়ে বিবাদ ৷ আর তার জেরেই ভাইয়ের সঙ্গে শুধু হাতাহাতিই নয়, তার কান কামড়ে ছিঁড়েই নিল দাদা ! যদিও সেই দাদা তার নিজের নয়, দূর সম্পর্কের এক দাদা ৷ জমি নিয়ে শরিকি বিবাদের জেরেই সে এমন কাণ্ড ঘটিয়েছে বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে দত্তপুকুর থানার কড়েয়া কদম্বগাছি এলাকায় ৷ কান কামড়ে ছিঁড়ে নেওয়ার পর আহত যুবককে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে ৷

  আরও পড়ুন- আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কবে ?

  আহত যুবকের নাম রমজান আলি ৷ জমির দখল নিয়ে রমজানের পরিবার এবং তার জেঠাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল ৷ এদিন সকালে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা চরমে পৌঁছয় ৷ যা গড়ায় হাতাহাতিতে ৷ হঠাৎই ভাইয়ের কান কামড়ে ধরে জেঠার ছেলে আলাউদ্দিন ৷ কান কামড়ে ছিঁড়ে নেওয়ার পর রমজানকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ থানায় রমজানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: