#আহমেদাবাদ: আলু খেতে নিষেধ করেছেন চিকিৎসক। তাই রাতে খাওয়ার সময় স্ত্রী'র বানানো আলুর তরকারি খেতে চাননি। তার পরিণাম হল ভয়ানক। ঘটনাটি ঘটেছে আমদাবাদের ভাসনার সরাইনগরে।
জানা গিয়েছে, আলুর তরকারি খাবেন না বলতেই স্বামীর ওপর চড়াও হন স্ত্রী। চার কন্যার বাবার কপালে জোটে বেধড়ক মারধর। এমনকি বাথরুম পরিষ্কারের ঝাঁটা এনেও চলতে থাকে তাণ্ডব। স্ত্রী'র নির্যাতনের জেরে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন স্বামী। তাঁর কাঁধের হাড় ভেঙে গিয়েছে।
এদিকে, স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বছর ৪০-র হর্ষদ গয়াল। হর্ষদের অভিযোগ, স্ত্রীর সঙ্গে তাঁর বনিবনা এমনি নেই। নিত্যদিন অশান্তি লেগেই থাকে। শুক্রবার তিনি বাড়ি ফিরে স্ত্রীকে রাতের খাবারের কথা জিজ্ঞাসা করলে জানতে পারেন আলুর তরকারি রান্না হয়েছে। হর্ষদের দাবি, তখন তিনি স্ত্রীকে বলেন, তিনি ডায়াবেটিক, ফলে তাঁর আলু খাওয়া নিষেধ। তা সত্ত্বেও কেন আলুর তরকারি রান্না হয়েছে।
অভিযোগ, তারপরেই স্ত্রী তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে হেনস্থা করতে শুরু করে। প্রবল নির্যাতনের মুখে হর্ষদ প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করলে পরিবারের বাকি সদস্যরা তাঁকে উদ্ধার করেন। এরপরেই গুরুতর জখম অবস্থায় এলিসব্রিজ এলাকায় ভিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় পেশায় দিনমজুর হর্ষদকে। চিকিৎসকরা জানিয়েছেন, হর্ষদের ডান কাঁধের হাড় ভেঙেছে। আপাতত কয়েকদিন চিকিৎসকদের তত্বাবধানে থাকতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ahmedabad