অর্পিতা হাজরা
#কলকাতা: হাতে গুনে অপেক্ষা আর মাত্র কয়েকদিন ৷ বড়দিন উপলক্ষে গোটা শহর সেজে উঠছে ৷ আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে শহরে সিনথেটিক ড্রাগসের চাহিদা ৷ কলেজ পড়ুয়া থেকে ব্যবসায়ী- শিল্পপতি সকলেই চুর মাদকের নেশায় ৷ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দাদের দাবি, নাইট ক্লাব-বারগুলিতে রাতপরী বা এসকর্ট গার্লসদের মাধ্যমে মাদকের জাল বিস্তার করছে মাদক কারবারিরা ৷
প্রাইভেট পার্টি থেকে শুরু করে সবরকম পার্টিতেই রাতপরীদের হাতছানিতে নেশায় চুর হচ্ছে টিনেজার থেকে ব্যবসায়ী- শিল্পপতি সকলেই ৷ নারকোটিকস গোয়েন্দাদের দাবি, বর্তমানে সিনথেটিক ড্রাগসের চাহিদা ক্রমেই বাড়ছে শহরে | এমডিএমএ , এলএসডি ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট-সহ ম্যাজিক মাশরুমের চাহিদা তুঙ্গে ৷
গতবছর ২৩ নভেম্বর কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতে এমডিএমএ- সহ গ্রেফতার হয় আদিত্য ডি শিখওয়ান | ধৃতকে জেরায় জানা যায়, এসকর্ট গার্লসদের মাধ্যমে মাদকের ব্যবসা বিস্তার করেছে সে ৷ গোয়েন্দাদের দাবি, উৎসবের মরশুমে নেশার রঙিন জগতে অনেকেই মত্ত হয়ে পড়ছেন ৷ এর জন্য কলকাতাকেই ট্রানসিট রুট হিসাবে ব্যবহার করছে মাদক কারবারিরা৷ এনসিবি গোয়েন্দাদের দাবি, কোকেন আসছে মেক্সিকো, পেরু, বলিভিয়া, দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই থেকে কলকাতাতে ৷ ম্যাজিক মাশরুম আসছে নেদারল্যান্ডস থেকে কলকাতায় ৷ এলএসডি, এমডিএমএ এক্সট্যাসি ট্যাবলেট আসছে ইউরোপ, দক্ষিণ আমেরিকা, চিন থেকে ডার্ক নেটের মাধ্যমে ৷ মেথাফেটামাইন ইয়াবা ট্যাবলেট আসছে মায়ানমার থেকে ৷ উৎসবের মরশুমে তাই শহরের হোটেল, পাব, বার গুলিতে কলকাতা পুলিশের নারকোটিকস বিভাগ ও নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে ৷
প্রাক্তন পুলিশ কর্তা সন্ধি মুখোপাধ্যায় জানান, " উৎসবের মরশুম ছাড়াও নারকোটিকস বিভাগের সব সময়ে কড়া নজরদারি রাখা প্রয়োজন ৷ কারণ এই নেশার জন্য বহু পরিবারের ছেলেমেয়েদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে | তাই হোটেল বা ক্লাবগুলিতে নারকোটিকসের অতিরিক্ত নজরদারি চালানোর প্রয়োজন রয়েছে ৷ "
পুলিশ সূত্রে খবর, নাইট ক্লাব, পাব-বারগুলিতে বাড়তি নজরদারি করা হচ্ছে ৷ বাইরে কাউকে সন্দেহভাজন দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ হোটেল, রিসর্টে আবাসিকদের পরিচয় জানতে রেজিস্টার খতিয়ে দেখা হচ্ছে | মার্কেট এলাকা, শপিং মলে অতিরিক্ত নজরদারি রয়েছে পুলিশের ৷ রাস্তাগুলিতে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়া মহিলা পুলিশের টিম মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন জায়গাতে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drugs