হোম /খবর /দেশ /
Atal Tunnel -র মধ্যে অসভ্যতা যাত্রীদের, দেখুন ভিডিও, গ্রেফতার ৭

Atal Tunnel -র মধ্যে অসভ্যতা যাত্রীদের, দেখুন ভিডিও, গ্রেফতার ৮

ভিডিও হল ভাইরাল।

  • Last Updated :
  • Share this:

#কুলু : হিমাচল প্রদেশের অটল টানেল রোহতাব দেখতেপ্রচুর পর্যটক ভিড় জমান৷ কিন্তু এবার হল কেলেঙ্কারি একদল পর্যটক এই টানেলের ভিতরে ঢুকে শুরু করল নক্কারজনক কার্যকলাপ৷ টানেলের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে দেদার চলছে নাচ৷ তাদের কার্যকলাপে রুদ্ধ হয়ে যায় পুরো ট্রাফিক৷ তাদের আজব কাজকর্মের ভিডিও বানান পর্যটকরা৷

পুলিশ সব অভিযুক্তকেই গ্রেফতার করেছে ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷ কেন তাঁরা এই রকমের কার্যকলাপ করছিলেন তা তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

তাদের এই নক্কারজনক কাজের জন্য এই রুটে বহুক্ষণের জন্য জ্যাম হয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ বাদে পুলিশ গিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করে জ্যাম হঠায়৷ কেন পর্যটকরা হঠাৎ এধরণের কাজ করছিলেন তাই খতিয়ে দেখছে পুলিশ৷

কুলু-র এসসি গৌরব সিং বলেছেন এই ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে৷  আরও অন্য পার্টিদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে৷ ট্রাফিক ঠিকঠাক রাখতে টানেলের দুটি চ্যানেলেই আইআরবি থার্ড ব্যাটালিয়ান মোতায়েন করা হয়েছে৷ তবুও কী করে এইরকম ভাবে ট্রাফিক জ্যাম হল তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন৷

গ্রেফতার যাঁরা হয়েছেন তাঁরা হলেন  সন্দীপ (৩৭), সিমরন সিং (২৫). রিতিক গোয়েস (২০), হরপ্রীত সিং (২১) . রবিন মঙ্গল (১৯) , শিবম সিঙ্গল(১৯). ঋষভ গুপ্তা (১৯), রজনীশ (২১)৷  এই সকলেই নরেলা দিল্লির বাসিন্দা৷

Published by:Debalina Datta
First published:

Tags: Viral Video