#কটক: মোবাইলের সিম কার্ড অ্যাকটিভ করার নামে এক চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ৭৭ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে কটকের সিডিএ সেক্টরের সাত নম্বর মার্কেট নগর পুলিশ স্টেশনের অন্তর্ভুক্ত এলাকায়। সেখানকার বাসিন্দা, পেশায় চিকিৎসক সনাতন মোহান্তি পুলিশের কাছে অভিযোগ জানানোর পরই ঘটনাটি প্রকাশ্যে আসে। প্রতারিত ডাক্তারের অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে ৭৭ লক্ষ ৮৬ হাজার ৭২৭ টাকা।
এসবিআইয়ের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে ওই চিকিৎসকের। পুলিশ প্রতারণার অভিযোগ দায়ের করেছে। বুধবার সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই প্রতারিত ডাক্তার।
কী ভাবে খোয়া গেল এত টাকা?
প্রতারিত ডাক্তারের দাবি, ৯ ফেব্রুয়ারি একটি ফোন আসে তাঁর মোবাইলে। বলা হয় তাঁর বিএসএনএল সিম কার্ডটি শীঘ্রই বন্ধ হয়ে যাবে। অ্যাকটিভ করার জন্য এটিএম কার্ড নম্বর ও ব্যাঙ্কের তথ্য চায় কলার। ওই ডাক্তার সিভিভি নম্বর-সহ ব্যাঙ্কের সমস্ত তথ্য ওই কলারকে দেন। এর পরই সন্ধে সাড়ে ৬টা নাগাদ তাঁর মোবাইলে মেসেজ আসে কার্ডটি আপাতত বন্ধ হয়ে যাওয়ার। নিজের এসবিআইয়ের ব্রাঞ্চে ফোন করে জানতে চান ওই ডাক্তার। ব্যাঙ্ক থেকে জানানো হয়, প্রথমে ২৫ লক্ষ অর্ধেক টাকা তোলা হয়। এবং পরে বাকি টাকা তোলা হয়। একটি পিওএস মেশিনের সাহায্যে এই টাকা তোলা হয়েছে বলে ব্যাঙ্ক থেকে জানানো হয়।
এর পরেও বার বার তাঁর অ্যাকাউন্ট থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টাকা তুলে পুরো ৭৭ লক্ষ ৮৬ হাজারই তুলে নেয় প্রতারকেরা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।