Home /News /crime /
Coal Scam: একাধিকবার নোটিস এড়িয়ে গেলেও বৃহস্পতিবার অবশেষে নিজাম প্যালেসে হাজির কয়লাকান্ডে বিকাশ মিশ্র 

Coal Scam: একাধিকবার নোটিস এড়িয়ে গেলেও বৃহস্পতিবার অবশেষে নিজাম প্যালেসে হাজির কয়লাকান্ডে বিকাশ মিশ্র 

  • Share this:

#কলকাতা : কয়লাকাণ্ডে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র অবশেষে  নিজাম প্যালেসে হাজির হলেন | সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ  তিনি নিজাম প্যালেসে  হাজির হন | কয়লাকাণ্ডে বিকাশ মিশ্রকে প্রায় চার ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় | এর  আগে একাধিক নোটিস দেওয়া সত্ত্বেও তিনি হাজির হননি | বৃহস্পতিবার বিকাশ মিশ্র হাজির হলেন নিজাম প্যালেসে |  সিবিআই  এপ্রিল  মাসে  গ্রেফতার করেছিল বিকাশকে | মেডিকেল গ্রাউন্ডে ইন্টারিম বেল পাওয়ার পর এই প্রথমবার হাজির হলেন বিকাশ মিশ্র | আপাতত  অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন বিকাশ |

জামিনের পর এই প্রথমবার বিকাশ মিশ্র  হাজির হলেন নিজাম প্যালেসে |সিবিআই  সূত্রে খবর, লালার থেকে  ১০০ কোটি  টাকার বেশি  লেনদেন সংক্রান্ত  বিষয়ে জিজ্ঞাসাবাদ  করা  হয় | এর আগে বিনয় মিশ্রের মা ও বাবাকে তিন বার নোটিস দেওয়া হয়েছিল | কিন্তু তারা হাজির হননি নিজাম প্যালেসে | সিবিআই  সূত্রে খবর, এর আগে প্রায় ৫ বারের বেশি বিকাশ মিশ্রকে নোটিস দেওয়া হয়েছিল | কিন্তু তিনি আসেননি | দুদিন আগে বিকাশ মিশ্রকে ফের নোটিস দেওয়া হয় | তার পরিপ্রেক্ষিতে  বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ হাজির হন বিনয় মিশ্র |

মূলত  অভিযোগ  কয়লাকাণ্ডে মূল মাথা লালা ওরফে অনুপ মাঝির থেকে  একশো কোটিরও বেশি টাকা লেনদেন কোন কোন অ্যাকাউন্টে হয়েছে?  মানি ট্রেইল হয়ে কোথায় কোথায় টাকা গিয়েছে?  বিপুল পরিমাণ টাকার উৎস কোথায়? কয়লাকাণ্ডে বিপুল পরিমাণ টাকা লেনদেন কীভাবে? এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর | এর আগে গরু পাচার  ও কয়লা কাণ্ডে  ইডি  গ্রেফতার করেছিল বিকাশ মিশ্রকে |  এরপর সিবিআই গ্রেফতার করে তাঁকে |  তিনি লিভারের  সমস্যায় ভুগছিলেন এই মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দেয়  |  এর আগে একাধিকবার সিবিআই নোটিস দিলেও হাজির  হননি বিকাশ মিশ্র, এমনটাই দাবি সিবিআইয়ের | বৃহস্পতিবার অবশেষে  নোটিস অনুসারে বিকাশ মিশ্র হাজির হন নিজাম প্যালেসে | সিবিআই বিকাশের  জামিন নাকচের জন্য ইতিমধ্যেই  আসানসোল কোর্টে পিটিশন ফাইল করেছে | শুক্রবার তার শুনানি | বিকাশকে  হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে |  তাঁর আগের দিন নিজাম প্যালেসে বিকাশকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় |

Published by:Pooja Basu
First published:

Tags: Coal Scam

পরবর্তী খবর