# কলকাতা : টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় শার্প শুটার অনিশ ঠাকুরের হদিস পেলো সিআইডি | অনীশকে গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিস | তামিলনাড়ুতে চন্দ্রপুরা এলাকায় স্বর্ণ ঋণপ্রদানকারী সংস্থাতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে অনীশ | তাকে তামিলনাড়ু পুলিশ গ্রেপ্তারের পর যোগাযোগ করে সিআইডিতে | তাকে জেরার জন্য সিআইডি যাচ্ছে এবার তামিলনাড়ু | ঘটনায় মোস্ট ওয়ান্টেড ছিল অনীশ | অনীশকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে দাবি সিআইডি | বিহার জেলে বন্দী সুবোধ সিং এর ঘনিষ্ঠ সাগরেদ এই শার্প শুটার অনীশ এমনটাই সিআইডি সূত্রের খবর | জেরায় অনীশ দোষ কবুল করলে গ্রেফতার করে, বারাকপুরে কোর্টে সিআইডি প্রোডাকশন ওয়ারেন্ট জন্য আবেদন করবে | যদি তা আদালত মঞ্জুর করে তবেই তামিলনাড়ু থেকে অনীশকে এনে কলকাতাতে জেরা করবে সিআইডি |গত ৪ অক্টোবর ২০২০ সালে মণীশ শুক্লা খুন হন | টিটাগড়ে পার্টি অফিসের সামনে ঢিল ছোড়া দূরত্বে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল ওই দাপুটে নেতা মণীশ শুক্লাকে | সেই ঘটনায় সিআইডি তদন্তভার হাতে নেয় | গ্রেফতার হয় মূল ষড়যন্ত্রকারী নাসির আলি মন্ডল, শার্প শুটার সুজিত রাই , রোশান কুমার, মহাম্মদ খুররাম খান, গুলাব আলি শেখ, সুবোধ রায়, পবন রায়, অমর যাদব, গুলাব, রাজা রায়, | ৮৮ দিনের মাথায় চার্জশিট পেশ করে সিআইডি | বাকি বারো জনের নাম সন্দেহভাজনের তালিকায় | এই সন্দেহভাজনের মধ্যে দুই বিদায়ী পুরপ্রশাসকদের নাম সন্দেহভাজন হিসাবে উল্লেখ ছিল চার্জশিটে |এবার অনীশকে হাতে পেলে সিআইডি এই তদন্তের আরো গতি বাড়বে বলে মনে করছে তদন্তকারীরা | সব মিলিয়ে বলা যায় অনীশকে জেরা করে তদন্তকারীরা নয়া তথ্য পেতে পারেন যা কিনা এই মণীশ হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ |ARPITA HAZRA