Home /News /crime /
Jnaneswari Fraud Case: অমৃতাভ আসল না নকল? বাড়ছে বিভ্রান্তি, বয়স যাচাইয়ের পরীক্ষা করবে সিবিআই

Jnaneswari Fraud Case: অমৃতাভ আসল না নকল? বাড়ছে বিভ্রান্তি, বয়স যাচাইয়ের পরীক্ষা করবে সিবিআই

অভিযুক্ত অমৃতাভ চৌধুরী৷

অভিযুক্ত অমৃতাভ চৌধুরী৷

অমৃতাভ (Amritava Chowdhury) জন্ম শংসাপত্রেও কোনও জালিয়াতি করেছে কি না, তা নিয়েও সংশয় রয়েছে গোয়েন্দাদের৷ সেই কারণেই তার প্রকৃত বয়স জানতে অসিফিকেশন টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Jnaneswari Fraud Case)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: অমৃতাভকে নিয়ে ধোঁয়াশা কাটছে না সিবিআই-এর৷ যে অমৃতাভ চৌধুরীকে তারা আটক করেছে, সেই আসল অমৃতাভ কি না তা যাচাইয়ের জন্য দু' একদিনের মধ্যেই ডিএনএ পরীক্ষা করা হবে৷ সোমবারই আদালত থেকে সেই অনুমতি পেয়েছে সিবিআই৷ এর পাশাপাশি অভিযুক্তের অসিফিকেশন টেস্ট করারও সিদ্ধান্ত নিয়েছেন তদন্তকারীরা৷ কারণ অমৃতাভর বয়স নিয়েও বিভ্রান্তি রয়েছে৷ ফলে তার বয়স যাচাইয়ে এই পরীক্ষা করা হবে৷

সিবিআই সূত্রে খবর, জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় 'মৃত' বলে দাবি করা অমৃতাভর জন্ম সাল ১৯৮২৷ রেলের কাছে থাকা নথিতেও সেই তথ্য ছিল৷ সেই অনুযায়ী বর্তমানে তার বয়স হওয়ার কথা ৩৯ বছর৷ জোড়াবাগানের বাসিন্দা যে অমৃতাভ চৌধুরী অভিযুক্ত, তার জন্মসালও ১৯৮২৷ কিন্তু এই যুবককে দেখে সিবিআই আধিকারিকদের ধারণা, তার বয়স ২৮ থেকে ৩০-এর বেশি নয়৷ ফলে অমৃতাভ জন্ম শংসাপত্রেও কোনও জালিয়াতি করেছে কি না, তা নিয়েও সংশয় রয়েছে গোয়েন্দাদের৷ সেই কারণেই তার প্রকৃত বয়স জানতে অসিফিকেশন টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

এ ছাড়াও, রেল দুর্ঘটনায় মৃত বলে দাবি করা অমৃতাভ বি টেক পাশ করা ইঞ্জিনিয়ার ছিল৷ কলকাতার একটি নামী বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিল সে৷ অথচ এই অমৃতাভ ইঞ্জিনিয়ারিং পাশ করেছে কি না, সে বিষয়ে নিজেই কিছু বলতে পারছে না৷ সিবিআই-এর জেরার মুখে সে দাবি করেছে, তার কিছুই মনে পড়ছে না৷ ফলে তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে৷ অমৃতাভকে নিয়ে এই বিভ্রান্তি দূর করতেই যত দ্রুত সম্ভব তার এবং বাবার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্ট করে ফেলতে চাইছেন তদন্তকারীরা৷ কারণ পরিচয় সম্পর্কে নিশ্চিত না হলে অভিযুক্তকে গ্রেফতারও করা যাচ্ছে না৷

Published by:Debamoy Ghosh
First published: