#লখনউ: হাতরসকাণ্ডের চার্জশিট গঠন করল সিবিআই (CBI)৷ উত্তরপ্রদেশের হতরসে ১৯ বছর বয়সী দলিত যুবতীকে ধর্ষণ ও খুন করা হয়েছে, চার্জশিটে উল্লেখ করল সিবিআই৷ ২২ সেপ্টেম্বর নেওয়া নির্যাতীতার বয়ানের ভিত্তিতে SC/ST court -এ এই চার্জশিট জমা দেওয়া হয়েছে৷ চারজন অভিযুক্ত, সন্দীপ, লবকুশ, রবি এবং রামুর বিরুদ্ধে গণধর্ষণ, খুনের অভিযোগ আনা হয়েছে বলে জানান আইনজীবী৷ তিনি আরও জানান যে এসসি-এসটি ধারাও এই মামলার সঙ্গে জুড়েছে সিবিআই৷
১৪ সেপ্টেম্বর হাতরসের গ্রামে ১৯ বছর বয়সি এক দলিত যুবতীকে গণধর্ষণ এবং নির্মম অত্যাচার করে উচ্চবর্ণের চার যুবক৷ গত ২৯ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি নির্যাতিতার দেহ পুড়িয়ে দেয় পুলিশ৷ যদিও স্থানীয় পুলিশ জানিয়ে দেয় যে, যুবতীর সৎকার পরিবারের অনুমতি নিয়েই হয়েছে৷ এই ঘটনায় আগাগোড়াই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ পুলিশ, প্রশাসনের বিরুদ্ধে হুমকি এবং অসহযোগিতার অভিযোগও তুলেছে নির্যাতিতার পরিবার৷ সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সমাজকর্মী এবং আইনজীবী ইন্দিরা জয়সিং-ও উত্তর প্রদেশে নিরপেক্ষ তদন্ত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন৷
জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন নির্যাতিতা৷ সেখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সিবিআই কর্তারা৷ এই ঘটনার পর যোগী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে৷ গাজিয়াবাদের সিবিআই-এর কর্তারা এই নিয়ে শুরু করেন তদন্ত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murder