• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • পুলিশ ব্যাটন দিয়ে ইভটিজারদের বেধড়ক পেটালেন যুবতী, দেখুন ভাইরাল ভিডিও !

পুলিশ ব্যাটন দিয়ে ইভটিজারদের বেধড়ক পেটালেন যুবতী, দেখুন ভাইরাল ভিডিও !

কটুক্তির প্রতিবাদ জানিয়ে পুলিশ ব্যাটন দিয়ে ইভটিজারদের বেধড়ক পেটালেন এক যুবতী।

কটুক্তির প্রতিবাদ জানিয়ে পুলিশ ব্যাটন দিয়ে ইভটিজারদের বেধড়ক পেটালেন এক যুবতী।

কটুক্তির প্রতিবাদ জানিয়ে পুলিশ ব্যাটন দিয়ে ইভটিজারদের বেধড়ক পেটালেন এক যুবতী।

 • Share this:

  #লখনউ: কটুক্তির প্রতিবাদ জানিয়ে পুলিশ ব্যাটন দিয়ে ইভটিজারদের বেধড়ক পেটালেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে লখনউয়ের গৌতম পল্লী থানার কাছে ৷

  রবিবার সন্ধের সময় বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন ওই যুবতী ৷ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা সেই সময় বাইক করে বেশ কয়েকজন যুবক এসে তাদের উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত, কটূক্তি করতে শুরু করে ৷

  সামনে দাঁড়িয়েছিল পুলিশ ৷ কিন্তু ইভটিজারদের আটকানোর কোনও চেষ্টায় তারা করেনি ৷ বরং সেখানে দাঁড়িয়েছিল দর্শকের মতো ৷

  প্রথম এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন যুবতী ৷ কিন্তু তাতেও থামেননি যুবকরা ৷ এরপর সহ্যের সীমা ছাড়িয়ে যায় ৷ অথচ পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছেন না দেখে নিজেই পুলিশের হাত থেকে ব্যাটন কেড়ে নিয়ে গাড়ি গাড়ি থেকে টেনে নামান হেনস্তাকারীদের ৷  এরপর তাদের বেধড়ক মারধর করে উপযুক্ত শিক্ষা দেন যুবতী ৷

  পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে এক প্রত্যক্ষদর্শী ৷ এরপর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি ৷

  First published: