#সাতারা: অভিনব কায়দায় ডাকাতি ৷ করোনা আবহের মধ্যেই মাথায় দুর্ধর্ষ আইডিয়া আসে ডাকাতদের মাথায় ৷ পার্সোনাল প্রোটেকটিভ ইকুয়িপমেন্ট (PPE) পরে তারা সোনার দোকানে ঢোকে ৷ মহারাষ্ট্রের সাতারা জেলার একটি সোনার দোকানে সম্প্রতি এই ঘটনা ঘটেছে ৷ দুঃসাহসিক ডাকাতিতে ৭৮০ গ্রাম সোনা নিয়ে পালিয়ে যায় তারা ৷ এই মুহূর্তে যে সোনার বাজারদর প্রায় ৪০ লক্ষ টাকা ৷
মঙ্গলবার এই মারাত্মক ডাকাতির কথা জানায় পুলিশ ৷ CCTV ফুটেজে পরিষ্কার দেখা গিয়েছে, পিপিই কিট পরা ডাকাতরা হাত বাড়িয়ে শোকেস ও দোকানের আলমারি থেকে সোনার গয়না তুলে নিচ্ছে ৷
২ দিন আগের এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে করোনা ভাইরাসের প্রকোপে তারা যখন চুরি করতে আসে তখন ডাকাত দলের সদস্যদের মাথায় টুপি , মুখে মাস্ক ও পরণে প্লাস্টিক জ্যাকেট ছিল ৷ জুয়েলারি শোকেস থেকে হাতে গ্লাভস পরা অবস্থায় সোনার গয়না তুলে নিচ্ছিল তারা ৷
ফাল্টান পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ দোকানের মালিক পুলিশের কাছে এই ডাকাতির অভিযোগ করেন ৷ তিনি জানিয়েছেন ডাকাতরা ৭৮ তোলা সোনা নিয়ে গিয়েছে ৷ এক তোলা সোনা মানে ১০ গ্রাম হয় ৷
দোকানের মালিক জানিয়েছেন, ডাকাত দল দোকানের দেওয়াল ভেঙে ঢুকে অবাধে লুঠপাঠ চালায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।