হোম /খবর /দেশ /
পাকিস্তান থেকে কচুরিপানায় মুড়ে হেরোইন আসছিল, উদ্ধার ৬৪ কেজি নেশার দ্রব্য

পাকিস্তান থেকে কচুরিপানায় মুড়ে হেরোইন আসছিল ভারতে, ফিল্মি কায়দায় উদ্ধার ৬৪ কেজি বিষাক্ত নেশার দ্রব্য

Representative Image.

Representative Image.

কয়েক শ কোটি টাকার নিষিদ্ধ নেশার দ্রব্য উদ্ধার করল বিএসএফ

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ১ - ২ কেজি নয়, একেবারে ৬৪ কেজি  হেরোইন উদ্ধার করল BSF ৷ ভারত -পাকিস্তানের সীমান্ত বরাবর বয়ে যায় রবি নদী ৷ পঞ্জাবের গুরদাসপুরের নদীর জল থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ সর্বনেশে নেশার দ্রব্য ৷

লম্বা কাপড়ের ক্লথ টিউবে মুখবন্ধ অবস্থায় ৬০ টি প্যাকেটে মোট ৬৪.৩৩ কেজি contraband উদ্ধার হয় ৷ জানা গেছে শ্যাওলার বাঞ্চের সঙ্গে সঙ্গে ভাসছিল ওই কাপড়ের প্যাকেটগুলি ৷

বিএসএফর পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তান থেকে নদীপথে এই মাদকের কনসাইনমেন্ট ভাসিয়ে দেওয়া হয়েছিল ৷ ডেরা বাবা নানকের কাছে নাগালি আউটপোস্টে থাকা বিএসএফের নিরাপত্তারক্ষীরা দেখতে পান শ্যাওলা ভেসে ভেসে আসছে ৷

এই পুরো কনসাইনমেন্ট কচুরিপানার ঝাঁকের সঙ্গে ১৫০০ মিটার দড়ি দিয়ে বাধা ছিল ৷ বিএসএফের দাবি কোনও ব্যক্তিকে তথ্য দেওয়া ছিল সে নিজের মতো এই কনসাইনমেন্ট সংগ্রহ করে নিত ৷ বিএসএফ কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকা হেরোইনের এই বড় কনসাইনমেন্ট খুঁজে কয়েক কোটি টাকার মাল বাজেয়াপ্ত করল৷ গভীর রাত ২ টার সময়ে এই অপারেশন চালায় বিএসএফ ৷ এই তথ্য জানিয়েছেন বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাজেশ শর্মা ৷

তবে মাল বাজেয়াপ্ত হলেও অন্ধকারের সুযোগ নিয়ে মাল পাচারকারীরা এলাকা থেকে পালিয়ে যায় ৷

Published by:Debalina Datta
First published:

Tags: BSF, Punjab