#নয়াদিল্লি: ১ - ২ কেজি নয়, একেবারে ৬৪ কেজি হেরোইন উদ্ধার করল BSF ৷ ভারত -পাকিস্তানের সীমান্ত বরাবর বয়ে যায় রবি নদী ৷ পঞ্জাবের গুরদাসপুরের নদীর জল থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ সর্বনেশে নেশার দ্রব্য ৷
লম্বা কাপড়ের ক্লথ টিউবে মুখবন্ধ অবস্থায় ৬০ টি প্যাকেটে মোট ৬৪.৩৩ কেজি contraband উদ্ধার হয় ৷ জানা গেছে শ্যাওলার বাঞ্চের সঙ্গে সঙ্গে ভাসছিল ওই কাপড়ের প্যাকেটগুলি ৷
বিএসএফর পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তান থেকে নদীপথে এই মাদকের কনসাইনমেন্ট ভাসিয়ে দেওয়া হয়েছিল ৷ ডেরা বাবা নানকের কাছে নাগালি আউটপোস্টে থাকা বিএসএফের নিরাপত্তারক্ষীরা দেখতে পান শ্যাওলা ভেসে ভেসে আসছে ৷
এই পুরো কনসাইনমেন্ট কচুরিপানার ঝাঁকের সঙ্গে ১৫০০ মিটার দড়ি দিয়ে বাধা ছিল ৷ বিএসএফের দাবি কোনও ব্যক্তিকে তথ্য দেওয়া ছিল সে নিজের মতো এই কনসাইনমেন্ট সংগ্রহ করে নিত ৷ বিএসএফ কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকা হেরোইনের এই বড় কনসাইনমেন্ট খুঁজে কয়েক কোটি টাকার মাল বাজেয়াপ্ত করল৷ গভীর রাত ২ টার সময়ে এই অপারেশন চালায় বিএসএফ ৷ এই তথ্য জানিয়েছেন বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাজেশ শর্মা ৷
তবে মাল বাজেয়াপ্ত হলেও অন্ধকারের সুযোগ নিয়ে মাল পাচারকারীরা এলাকা থেকে পালিয়ে যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।