#লখনউ: অত্যন্ত নৃংশ ঘটনা ! প্রত্যেকের কাছে খাবার দাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ রুচি বা তৃপ্তির ক্ষেত্রেও খাবার দাবারের অনেক গুতুত্ব রয়েছে ৷ তবে অনেকে ভোজন রসিকও আছেন ৷ অনেকে আছেন বাঁচার জন্য খাবার খান আর অনেকে আছেন যাঁরা বাঁচার জন্য খাওয়া দাওয়া করে থাকেন ৷
তবে এই খাবারের কারণেই ভাই কেড়ে নিল বোনের প্রাণ ৷ সদ্য বিবাহিতা বোন বাপের বাড়িতে এসেছেন ৷ রান্নাবান্না করে ভাইকে খেতে দিয়েছেন ৷ খেতে বসে ভাইয়ের মেজাজ চরমে ৷ রুটির আকার গোল হয়নি ভাই রেগে একাকার গুলি করে খুন করলেন বোনকে ৷
এমনই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা ৷ এমন নয় যে ভাই সব সময়েই রাগি তা নয় ৷ বোনকে ভীষণ ভালবাসতেন ৷ তবে হঠাৎ মাথা গরম হয়ে যেতেই এই বিপত্তি দেখা দিয়েছে ৷ সূত্রের খবর মদ্যপ অবস্থায় ছিলেন ভাই ৷ কয়েক বছর আগে তাঁদের বাবা মারা গিয়েছিলেন ৷ মৃতার নাম সুমন তাঁর ভাই সনু যে তাঁকে খুন করেছে এটা কেউই ভাবতে পারছেন না ৷ জানতে পারা গিয়েছে সুমন ও সনু জ্যাঠত্যুতো ও খুড়ত্যুতো ভাইবোন ৷